Advertisement
Advertisement

Breaking News

Aindrila Sharma

‘মন থেকে প্রার্থনা করুন’, ঐন্দ্রিলাকে নিয়ে সব্যসাচীর পোস্টে বাড়ল উৎকণ্ঠা, কেমন আছেন অভিনেত্রী?

১৩ দিন ধরে ভেন্টিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা।

Actor Sabyasachi Chowdhury post on Aindril's Health Update | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 14, 2022 8:42 pm
  • Updated:November 14, 2022 8:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ দিন ধরে হাসপাতালের বিছানায় শুয়ে লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলেও, গত শুক্রবারই ফের জ্বর আসে তাঁর। অভিনেত্রীর শরীরে নতুন করে সংক্রমণও ধরা পড়ে। তবে সোমবার ঐন্দ্রিলার (Aindrila Sharma) প্রিয়মানুষ সব্যসাচীর নতুন ফেসবুক পোস্টে দুশ্চিন্তা যেন আরও বেড়ে গেল।

ঐন্দ্রিলাকে নিয়ে নতুন ফেসবুক পোস্টে কী লিখলেন সব্যসাচী?

Advertisement

সব্যসাচী লিখলেন, ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’

[আরও পড়ুন: কালিম্পংয়ে পৌঁছে হাঙ্গামা শুরু করে দিলেন শ্রাবন্তী! জানেন নায়িকার সঙ্গী কারা?]

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় ১৩ দিন ধরে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি ঐন্দ্রিলা। তার ছায়াসঙ্গী হয়ে সেখানে রয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। গত সোমবার ফেসবুক পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঐন্দ্রিলা। আগের থেকে তাঁর শ্বাসক্রিয়া অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে। সব্যসাচীর এই পোস্টে কিছুটা স্বস্তির খবর পেয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীরা। তবে গত বুধবার ফের ঐন্দ্রিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে।

এর মধ্যেই আবার ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল। তাতে ক্ষিপ্ত হয়ে ফেসবুক পোস্টে সব্যসাচী লিখেছিলেন, “আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার।” এরপরই আবার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের অভিনেতা লেখেন, “‘ভাল আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে।”

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: আলিয়া, বিপাশার পর এবার মা হচ্ছেন ক্যাটরিনা? বেবি বাম্পের ছবি ঘিরে বলিপাড়ায় তুমুল গুঞ্জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement