Advertisement
Advertisement
Ritwick Chakraborty

ট্রাফিক পুলিশের ‘চাঁদাবাজি’তে নাজেহাল ঋত্বিক! কোন ‘প্যাটার্ন’ চোখে পড়ল অভিনেতার?

বিস্তারিত জানিয়েছেন সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে।

Actor Ritwick Chakraborty alleges extortion by traffic police | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 6, 2023 1:15 pm
  • Updated:December 6, 2023 1:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাফিক আইন ভাঙার নোটিস পেয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। ‘কোল.পোল’-এর পক্ষ থেকে এসএমএস পাঠানো হয়েছে তাঁকে। এমনই স্ক্রিনশট শেয়ার করেছেন। অভিনেতার অভিযোগ, “চাঁদাবাজির বন্দোবস্ত করেছে কোল-পোল।”

Ritwick

Advertisement

মঙ্গলবার দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন ঋত্বিক। তাতে একাধিক মেসেজ রয়েছে। এই ছবির ক্যাপশনেই ঋত্বিক লেখেন, “একটা প্যাটার্ন লক্ষ্য করলাম! বাকিদের সাথে পর্যবেক্ষণটা ভাগ করতে চাই। ছবিতে ‘কোল.পোল’ আমাকে পাঠানো এসএমসের স্ক্রিনশট আছে। দেখুন কেমন পছন্দসই মাসে ১০টা থেকে ১২টা কেস দেবে বলে একটা নির্বোধ-কাঁচা-চাঁদাবাজির (এক্সটরশন নাকি অন্যকিছু বলে?!) বন্দোবস্ত করেছে কোল-পোল।”

[আরও পড়ুন: ছেলে-নাতির সঙ্গে হাসিমুখে পোজ, বউমা ঐশ্বর্যকে ইনস্টাগ্রামে আনফলো করলেন অমিতাভ?]

এর পরই আবার অভিনেতা লেখেন, “বিশেষ মাস প্রতি দুটো করে এসএমএস। প্রথমটায় দুটো ট্রাফিক ভায়োলেশন এর নোটিস, ২/৩ দিন পর ৮ বা তার অধিক ট্রাফিক ভায়োলেশানের নোটিস। মানে মাঝের ২ দিনেই ৮/৯ বার ট্রাফিক ভায়োলেশান? তাই নাকি ভাইটু? মাঝে ১-২ মাস করে চুপ। তার পর আবার যেরম কে যেরম! জানি না সেই সময় বোধহয় এই প্যার্টান অন্যের সঙ্গে ঘটছে। এই ভাবেই চলছে… আমার এটাকে করদাতাকে নির্লজ্জভাবে লোটার প্ল্যান মনে হচ্ছে সাদা চোখে। গত কাল দুটো ট্রাফিক ভায়োলেশানের নোটিসটা এসে গেছে, পরেরটা এলে জানাবো। বেশ একটা ট্র‍্যাক থাকবে… কিম্বা যদি প্যার্টান বদলায় তাহলেও। আপনাদের অভিজ্ঞতা এব্যাপারে কেমন?”

Ritwick Chakraborty post

অভিনেতার এই প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন। এঁদের মধ্যেই রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay)। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, “আমার গাড়ি সার্ভিস সেন্টারের গ্যারেজে ছিল কয়েকদিন… তার মধ্যেই একদিন নাকি স্টপলাইন ভায়োলেশনের কেস দিয়েছিল আউট অফ দ্য ব্লু… কিন্তু গাড়ি আমার গ্যারেজে পড়ে…এগুলোর কোনও ভিত্তি নেই… জোর জুলুম।”

Suhotra Mukhopadhyay

[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কেন গরহাজির কমল হাসান? মুখ্যমন্ত্রীকে জানালেন কারণ!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement