সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেপর্দা থেকে ছোটপর্দা, বেজায় জনপ্রিয় মুখ রিও কাপাডিয়া (Rio Kapadia)। সম্প্রতি তাঁর অভিনীত ‘মেড ইন হেভেন’ সিরিজও মুক্তি পেয়েছে। হিন্দি বিনোদুনিয়ায় এক ডাকেই সকলে রিওকে চিনতেন। বৃহস্পতিবার সেই অভিনেতা সকলকে কাঁদিয়ে পরলোকের উদ্দেশে রওনা হলেন। জনপ্রিয় তারকার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
প্রসঙ্গত ‘চক দে ইন্ডিয়া’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘মর্দানি’র মতো বহু খ্যাতনামা সিনেমায় অভিনয় করেছেন রিও কাপাডিয়া। শাহরুখ খান, সইফ আলি খান, রানি মুখোপাধ্যায়ের মতো তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিনস্পেসও শেয়ার করেছেন তিনি। উল্লেখ্য, ‘খুদা হাফিজ’, ‘দ্য বিগ বুল’, ‘অ্যাজেন্ট বিনোদ’-এর মতো বহু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিও কাপাডিয়া। রিওর বন্ধু ফয়সাল মালিকই প্রথম সংবাদমাধ্যমের কাছে অভিনেতার প্রয়াণের খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর (Rio Kapadia Death)।
১৫ সেপ্টেম্বর, শুক্রবার গোরেগাঁওয়ের শিব ধাম শ্মশানে রিও কাপাডিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে। স্ত্রী মারিয়া ফারাহ শোকে মূহ্যমান। আরমান ও বীর নামে তাঁদের দুই সন্তানও রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.