Advertisement
Advertisement

Breaking News

ঋদ্ধি সেন

ছেলের পরিচালনায় বাবার অভিনয়, ডেবিউ পরিচালক ঋদ্ধির ছবিতে কৌশিক সেন

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে ঋদ্ধি সেনের।

Actor Riddhi Sen is all set to donning the director's hat
Published by: Sandipta Bhanja
  • Posted:January 15, 2020 5:44 pm
  • Updated:January 15, 2020 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার পরিচালিত ছবিতে পুত্র কিংবা কন্যা অভিনয় করেছেন, এমন চল আমরা আগেও দেখেছি টলিউডে। কিন্তু ছেলের পরিচালনায় অভিনয় করছেন বাবা, বাংলা ইন্ডাস্ট্রিতে সম্ভবত এবার প্রথম ঘটতে চলেছে ঋদ্ধি সেনের হাত ধরে। অভিনেতা ঋদ্ধি এবার পরিচালকের আসনে। আজ্ঞে! অভিনেতা থেকে এবার পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে ঋদ্ধি সেনের। আর ঋদ্ধির ছবির মুখ্যচরিত্রে বাবা কৌশিক সেন।

তবে এখনই পূর্ণদৈর্ঘ্যের ছবি নয়। আপাতভাবে ছোট দৈর্ঘ্যর ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি দেবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। বছর তিনেক আগেই চিত্রনাট্য ড্রাফটের কাজ শুরু করেছিলেন। এতদিনে প্রায় শেষের দিকে। ঋদ্ধি আপাতত ব্যস্ত ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’ ছবি নিয়ে। তাঁর চরিত্রের জন্য মন দিয়ে বাশি বাজানো শিখছেন। আবার কড়া ডায়েট মেনে ওজনও ঝরাচ্ছেন। এত কিছুর মাঝেই নিজের পরিচালনায় সিনেমার প্রি-প্রোডাকশনের কাজে লেগে পড়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বুদ্ধিজীবীরা নেমকহারাম, ননসেন্স’, বিদ্বজ্জনদের বেনজির আক্রমণ দিলীপ ঘোষের ]

গল্পের প্রেক্ষাপট ২০২৫ সাল। চিত্রনাট্য সাজানোয় পরিচালকের সঙ্গে অনিরুদ্ধ দাশগুপ্তও ছিলেন। ক্যামেরার নেপথ্যে তিয়াস সেন। ঋদ্ধির সহযোগী হিসেবে এই প্রেজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর গায়িকা-অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও। ফেব্রুয়ারির শেষের দিকেই ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে অভিনেতার। শুটিং হবে রাজারহাট অঞ্চলে। চরিত্রের লুকের সঙ্গে কৌশিক সেনের চেহারার মিল রয়েছে বলেই তাঁকে কাস্ট করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ঋদ্ধি।

প্রসঙ্গত, এর আগেও বাবার পরিচালনায় ছেলে অভিনয় করছেন টলিউডে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘লক্ষ্মীছেলে’তে অভিনয় করলেন ছেলে উজান গঙ্গোপাধ্যায়। এছাড়াও পরিচালক অনুপ সেনগুপ্তর ছবিতে অভিনয় করেছেন তাঁর ছেলে বনি সেনগুপ্ত। তবে এবার ছেলের পরিচালনায় বাবার অভিনয় দেখতে পাবেন টলিদর্শকরা।

[আরও পড়ুন: বছর কয়েক পর ফের বাংলা ছবিতে বিদ্যা বালান! জেনে নিন বিস্তারিত ]

ফিল্মি পরিবারে বেড়ে ওঠা মানেই সাধারণত শৈশব থেকেই সিনেমা-স্ক্রিপ্ট যাবতীয় জিনিসের প্রতি ভালবাসা তৈরি হওয়া। তাই ভবিষ্যতে পেশা কিংবা প্যাশনের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত থাকে সিনেমা। সেরকমই টলিউডের সেন বংশ, থুড়ি আরেকটু পরিষ্কার করে বললে চিত্রা সেন, কৌশিক সেনের পর তৃতীয় প্রজন্ম ঋদ্ধি সেনও অভিনয়কেই বেছে নিয়েছিলেন সিনেজগতের সঙ্গে নিজের পরিচয় ঘটানোর ক্ষেত্রে। যার ঝুলিতে জাতীয় পুরস্কারও রয়েছে। তবে এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনই পরিচালকের আসনে বসতে চলেছেন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেনের বাবা প্রখ্যাত নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement