Advertisement
Advertisement

Breaking News

Ravi Kishan

‘রাতে আসবেন কফি খেতে…’, বলিউডের কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক রবি কিষেণ

এক জনপ্রিয় অভিনেত্রী নাকি ভোজপুরী তারকাকে এই প্রস্তাব দিয়েছিলেন।

Actor Ravi Kishan Shares His Casting Couch Experience | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 29, 2023 10:13 am
  • Updated:March 29, 2023 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে কাস্টিং কাউচ অবশ্যই আছে। নিজের এমনই এক অভিজ্ঞতা জানালেন ভোজপুরী তারকা তথা বিজেপি সাংসদ রবি কিষেণ (Ravi Kishan)। কীভাবে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে, সেকথা জানালেন রজত শর্মা সঞ্চালিত ‘আপ কি আদালত’ শোয়ে গিয়ে।

Ravi Kishan

Advertisement

ভোজপুরী মেগাস্টার রবি কিষেণ। বলিউডে তাঁর অবাধ যাতায়াত। সলমন খান, জন আব্রাহামদের সঙ্গে শেয়ার করেছেন স্ক্রিন। পরে আবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। গোরখপুর কেন্দ্র থেকে ভোটে জিতে হন সাংসদ। এহেন রবি কিষেণকে কুপ্রস্তাব দিয়েছিলেন এক অভিনেত্রী।

[আরও পড়ুন: আহা কী দৃশ্য! রাতের আকাশে একসঙ্গে পাঁচ গ্রহ দেখে মুগ্ধ অমিতাভ, শেয়ার করলেন ভিডিও]

রবি জানান, সেই অভিনেত্রী এখন বেশ জনপ্রিয় তাই নাম তিনি নিতে চান না। তবে একদিন আচমকা বলে উঠেছিলেন, ‘রাতে আসবেন কফি খেতে’। সাধারণ দিনের বেলাতেই চা-কফির আড্ডা জমাতে অভ্যস্ত রবি। রাতের প্রস্তাবে থতমত খেয়ে যান তিনি। পরক্ষণেই বুঝতে পারেন এ প্রস্তাবের নেপথ্যে অন্য ইঙ্গিত রয়েছে।

Ravi-Kishan-Family

খুবই ভদ্রভাবে সেই প্রস্তাবে না করে দিয়েছিলেন ভোজপুরী তারকা। রজত শর্মাকে তিনি জানান, ছোটবেলা থেকেই বাবার কাছে সৎ পথে চলার শিক্ষা পেয়েছেন। তাই কখনও শর্টকাট নেওয়ার চেষ্টা করেননি। নিজের প্রতিভার উপরই ভরসা রেখেছেন বলে জানান রবি কিষেণ।

[আরও পড়ুন: রাজ্যের মুকুটে নয়া পালক, সর্বভারতীয় স্তরে পুরস্কৃত ৪টি ই-গভর্ন্যান্স পরিষেবা, খুশি মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement