Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘বিরাট’ কীর্তিতে মিষ্টির দোকান সাবাড় কার্তিকের! রণবীর সিংয়ের আবদার, ‘চিকু পার্টি চাই’

প্রোটিয়াবধে ভারতের জয়ে উচ্ছ্বসিত কার্তিক আরিয়ান, রণবীর সিংরা।

Actor Ranveer Singh, Kartik Aaryan Celebrates Virat Kohli's 49th ODI Century | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 6, 2023 12:42 pm
  • Updated:November 6, 2023 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ নভেম্বর নিজের জন্মদিনেই ‘বিরাট কীর্তি’ কিং কোহলির। ৩৫-এ পা রেখেই ক্রিকেটের নন্দনকাননে জীবনের ৪৯তম সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই প্রিয় ‘চিকু’র জন্য নেটপাড়ায় শুভেচ্ছার জোয়ার। স্ত্রী অনুষ্কা শর্মার পাশাপাশি কার্তিক আরিয়ান (Kartik Aaryan), রণবীর সিংদের (Ranveer Singh) মিষ্টি বার্তা কোহলিকে।

দেশের জয়ে উচ্ছ্বসিত কার্তিক আরিয়ানের কাণ্ডে মজেছে নেটপাড়া। বিরাট কোহলি (Virat Kohli) সেঞ্চুরি করতেই সোজা পুণের এক বেকারিতে পৌঁছে গেলেন অভিনেতা। আর সেখান থেকেই এক পেল্লাই সাইজের রেড ভেলভেট কেক হাতে পোজ দিয়েছেন কার্তিক। ক্যাপশনও তাঁর কেতাদুরস্থ। লিখলেন- বিরাট সেঞ্চুরি করেছে, তাই একটু চিট তো হতেই পারে। প্রসঙ্গত, কার্তিক বরবারই শরীর সচেতন। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি মেপেজুপে খাবারও খান। তবে ভারতের এমন জয়ে ডায়েট ভুলে কবজি ডুবিয়ে মিষ্টি খেলেন অভিনেতা।

Advertisement

কম যান না রণবীর সিংও। আগাগোড়াই তাঁর মতো রসিক মানুষের জুড়ি মেলা ভার! বিরাটের শতরানে ট্রিট চেয়ে বসলেন অভিনেতা। বন্ধু অনুষ্কা শর্মার স্বামী বলে কথা! তাই রসিকতা করার সুযোগ ছাড়লেন না রণবীর। ভাইজানের সিনেমার গানের কথা ধার করেই বললেন, “আজকের পার্টি চিকুর তরফ থেকে।”

[আরও পড়ুন: ক্রিকেটের নন্দনকাননে ‘চুপিচুপি’ নিখিল-সৌরসেনী, ফাঁস ছবি! চর্চায় নুসরতের প্রাক্তন-বর্তমান]

প্রসঙ্গত, রবিবাসরীয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে শতরান ছুঁয়ে নতুন মাইলস্টোন গড়ার পরও উদযাপনের বহর সরিয়ে ম্য়াচে ফোকাস করেছিলেন কোহলি। তবে ফিল্ডিংয়ের সময়ে যেন পুরোদস্তুর নিজের স্বভাবসিদ্ধ রঙিন মেজাজে ধরা দিলেন তিনি। প্রোটিয়াদের একেকটা উইকেট যাওয়ার পরই বলিউড গানের তালে নাচ করতে দেখা গিয়েছে তাঁকে। ম্যাচ চলাকালীন কখনও রণবীর সিং, অনুষ্কা শর্মার ‘অ্যাবে অ্য়াবে’ গানে কোমর দোলাতে দেখা গেল তাঁকে তো কখনও বা আবার ‘ছলেয়া’ গানে নাচলেন। কোহলির সেই রঙিন মেজাজ বর্তমানে ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় ভাইরাল।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ নায়িকা রশ্মিকার কুরুচিকর ভিডিও ভাইরাল! কড়া আইনি পদক্ষেপের দাবি অমিতাভের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement