Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

শ্বশুরের সঙ্গে বসে মদ্যপান রণবীরের! সঙ্গ দেন আলিয়ার দাদুও, ফাঁস ভিডিও!

ভিডি দেখে শোরগোল নেটপাড়া।

actor Ranbir Kapoor enjoys a drink with Alia Bhatt's grandfather, Mahesh Bhatt in unseen clip | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 3, 2023 7:19 pm
  • Updated:June 3, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে থেকেই শ্বশুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রণবীর কাপুরের। ভাটদের পারিবারিক সব অনুষ্ঠানেও কাপুর-নন্দনের যাতায়াত ছিল অবাধ। একপ্রকার মেয়ের প্রেমিককে বুকে টেনে নিয়েছিলেন মহেশ ভাট। এবার রণবীর-আলিয়ার পারিবারিক এক মুহূর্ত ফাঁস হল।

যে ভিডিওতে অভিনেতাকে দেখা গেল শ্বশুর মহেশ ভাট ও আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের সঙ্গে বসে মদ্যপান করতে। যেখানে ভাট-কাপুরদের পারিবারিক পার্টির মুহূর্তের ঝলকও দেখা গেল। যা শেয়ার করলেন আলিয়ার মা সোনি রাজদান।

Advertisement

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই বাবা নরেন্দ্র রাজদানকে হারিয়েছেন সোনি রাজদান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। এবার স্মৃতি হাতড়ে বেশ কিছু অদেখা ঝলক শেয়ার করলেন আলিয়ার মা। যার একটিতে রণবীরকে দেখা গেল পাণীয়ের গ্লাস হাতে। আর নাতজামাইকে সঙ্গ দিচ্ছেন আলিয়ার দাদু। রণবীরের আরেক পাশে দেখা গেল মহেশ ভাটকেও।

[আরও পড়ুন: ‘লজ্জা! এই দায় কার?’, করমণ্ডল দুর্ঘটনায় ৩৬০ ডিগ্রি ঘুরে কেন্দ্রকে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর!]

সেই পোস্টে সোনি রাজদান ভেসে গেলেন স্মৃতির সমুদ্রে। বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সোনি রাজদান লিখলেন, “আমার বাবা আমার হিরো। আসল রকস্টার। দারুণ আর্কিটেক্ট। আমাদের এবং বিল্ডিং এবং কৌতুক এবং প্রায় সবকিছুর মধ্যে… বাবা আমার দেখা সবচেয়ে মজার এবং সৃজনশীল মানুষ ছিলেন। বাবা যখনই পাশে থাকতেন, তখনই আমাদের জীবন কেটেছে একেবারে অন্যভাবে।..”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soni Razdan (@sonirazdan)

[আরও পড়ুন: ‘মৃত্যুপুরী বালেশ্বরের জন্য প্রাণ কাঁদছে’, শোকবার্তা দেব, জিৎ, মিমি-জয়া আহসানদের]

প্রসঙ্গত, আলিয়াও শৈশবের স্মৃতি হাতড়ে প্রয়াত দাদুর উদ্দেশে এক আবেগতাড়িত বার্তাও দিয়েছেন। সঙ্গে ভিডিও। যেখানে গোটা পরিবার, নাতজামাই রণবীর কাপুরকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছিল তাঁকে। শোকাতুর আলিয়া লিখেছিলেন, “৯৩ বছর বয়স অবধি গলফ খেলেছেন, এই বয়সে কাজ করেছেন। বিশ্বের সেরা ওমলেট বানাতেন। সেরা গল্প বলতেন। ক্রিকেট, আঁকা ভালবাসতেন। নাতনিদের সঙ্গে খেলেছেন। পরিবারকেও ভালবাসতেন। শেষ নিঃশ্বাস অবধি জীবনকে ভালবেসেছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement