সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ট্রেক করতে গিয়ে মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখলেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু। সেই ভয়ানক অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেতা। সঙ্গে ধন্যবাদ জানালেন কাশ্মীরী যুবক আরিফকে। যিনিই প্রাণ বাঁচিয়েছেন রণজয়ের।
তা ঠিক কী ঘটেছিল রণজয়ের সঙ্গে?
লাইভে এসে রণজয় বললেন, ”শুটিং থেকে তিনদিন ছুটি পেয়ে চার বন্ধুর সঙ্গে ট্রেকে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা। আরসান ভ্য়ালি ও ফাম্বার ভ্যালি ট্রেক করেছি আমরা। প্রথমদিন প্রায় ১২ কিমি, দ্বিতীয় দিন ৮ থেকে ৯ কিমি। ফেরার দিন প্রায় ১৫ কিমি ট্রেক করেছি। যেটা খুবই কষ্টকর ছিল। এটাই আমার প্রথম ট্রেক ছিল। আমি পাহাড়ে ঘুরেছি। কিন্তু মূলত সেটা গাড়িতে। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই ট্রেক নিয়ে। প্রথমদিনের অভিজ্ঞতাটা ভালই ছিল। আমরা একটা জায়গায় পৌঁছায়। টেন্ট খাটানো হয়। ছেলেদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা। আমাদের গাইড যে ছিলেন তিনি বলেছিলেন, এই ট্রেকটা মোটেই নতুন ট্রেকারদের জন্য নয়। প্রথমদিনটা ভালই ছিল, তবে ফেরার দিনের অভিজ্ঞতাটা ভয়ানক ছিল। বেঁচে ফিরব কিনা সেটা ঠিক ছিল না।”
View this post on Instagram
রণজয় আরও জানালেন, ”ট্রেকে গেলে মানুষের ভিতরের আসল রংটা বেরিয়ে আসে। ফেরার সময় সিনচন পয়েন্ট ছিল, যেখানে দু’দিকে লম্বা লম্বা পাহাড়। বরফ পড়ে রয়েছে। আমাদের সঙ্গে এক জঘন্য ট্রেকার হেড ছিল নাম ইউনিস। আমি এর ছবি পরে পোস্ট করব। সিনচন পয়েন্টে গিয়ে যখন পৌঁছায়। তখন প্রায় আড়াইটে বেজে গিয়েছে। পেটে কোনও খাবার নেই। জলও নেই। ওরা কোনও কিছুর ব্যবস্থা করেনি। কারণ ওরা এতো ইডিয়ট। তারপর ওই ইউনিস আমাদের খুব কঠিন ও ভয়ানক একটা শর্টকাট রাস্তা দেখাল। আমি সঙ্গে সঙ্গে বললাম, পাগল নাকি আমরা অভিনেতা, এনজয়ের জন্য ট্রেক করেছি। জীবন বাজি রাখার খেলা নয়। সরকার থেকে কোনওরকম পুরস্কারও চাই না। এরকম খতরো কা খিলাড়ি হওয়ার কি দরকার। পাহাড়ের রাস্তায় প্রায় ঝুলে ঝুলে যাচ্ছিলাম। নিচে গভীর খাদ। পুরো রাস্তাটা পাথরের। পাথরে পা স্লিপ করে যাচ্ছে। আমি ভেবেই নিয়েছিলাম আমার এখানেই জীবন শেষ। কখনও উঁচুতে উঠছি, কখনও নিচুতে। আমি বার বার ব্ল্য়াক আউট হয়ে যাই। ঠিক সেই সময়ই ত্রাতা হিসেবে হাজির যে আমাদের মালপত্র ঘোড়া করে নিয়ে এসেছিল। আরিফ তাঁর নাম। আমার থেকে অনেক ছোট বয়সে। আমি ওর পা ধরে প্রণাম করেছি। কারণ আরিফ আমার কাছে ঈশ্বর সমান। আজকে বেঁচে আছি আরিফের জন্য়ই… এখনও চোখের সামনে ভাসছে সেই ভয়ানক দৃশ্য। ”
লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি সিরিয়াল ‘ঝনক’ নামের এই সিরিয়ালের শুটিংও চলছে কাশ্মীরে। সিরিয়ালে রয়েছেন ক্রুশল আহুজা, অঙ্কিতা চক্রবর্তী সহ আরও অনেকে। সিরিয়ালের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.