Advertisement
Advertisement
Rajkummar Rao

উলটপুরাণ! বিয়ের সময় রাজকুমারকেও সিঁদুর পরিয়েছিলেন পত্রলেখা

রবিবার রাজকুমার তাঁদের বিয়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Actor Rajkummar Rao shares a glimpse of his wedding with Patralekhaa on Instagram। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 21, 2021 9:16 pm
  • Updated:November 21, 2021 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় লাল পাগড়ি, অফ হোয়াইট পোশাকে বরের বেশে রাজকুমার রাও (Rajkummar Rao)। অন্যদিকে লালরঙা শাড়িতে ছিমছাম সাজে পত্রলেখা। সপ্তাহখানেক আগে বলিউড তারকার বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। রবিবার বিয়ের আরেকটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যার ক্যাপশন ‘আমরা’। সেই ভিডিওটিও পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওয় দেখা গিয়েছে, রাজকুমার ও পত্রলেখা দু’জনেই কতটা আবেগপ্রবণ ছিলেন বিয়ের আসরে। ভিডিওর শুরুতে পত্রলেখাকে রাজকুমারের উদ্দেশে বলতে শোনা যায়, তিনি রাজকে ১১ বছর ধরে চিনলেও তাঁর মনে হয় যেন তাঁদের পরিচয় গোটা জীবন ধরেই। একটা নয় অনেকগুলো জীবন ধরেই যেন তাঁরা চেনেন একে অপরকে। আরেকটি মুহূর্তে রাজকুমারকে বলতে শোনা যায়, ”তুমি আমার সোলমেট। আমার স্ত্রী হওয়ার জন্য ধন্যবাদ।”

Advertisement

[আরও পড়ুন: ফের বিয়ে করছেন আমির! ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরই দিন ঘোষণা করবেন অভিনেতা]

 

এর মধ্যে সবথেকে আবেগঘন মুহূর্তটি দেখা গিয়েছে ভিডিওর একেবারে শেষে। সিঁদুরদানের মুহূর্তে। পত্রলেখাকে সিঁদুর পরানোর পরে রাজকুমার ইশারা করেন তাঁকেও যেন সিঁদুর পরিয়ে দেন নববধূ। নতুন বরের আবদার রেখে পত্রলেখাও রাজকুমারের সিঁথিতে ছুঁইয়ে দেন সিঁদুর।

ভিডিওটিতে রয়েছে দু’জনের খুনসুটির মুহূর্তও। নববধূকে প্রথমবার বিয়ের স্থানে আসতে দেখে সিটি দিতে দেখা যায় রাজকুমারকে। আবার মালাবদলের সময় মজা করে পত্রলেখাকে পেরিয়ে চলে যেতে গিয়ে হাসতে হাসতে ফিরে এসে মালা পরিয়ে দিতেও দেখা যায় তাঁকে। সব মিলিয়ে মিনিট দেড়েকের ভিডিও জুড়ে যুগলের মিষ্টি রসায়নই ফুটে উঠতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: Viral Video: মেজাজ হারিয়ে বল ছুঁড়ে মারলেন শাহিন আফ্রিদি, লুটিয়ে পড়লেন বাংলাদেশি ব্যাটার, দেখুন ভিডিও]

১৫ নভেম্বর চণ্ডীগড়ে ছিমছাম এক অনুষ্ঠানে বিয়ে করেন রাজকুমার রাও ও পত্রলেখা। শোনা গিয়েছে, দু’জনেই নাকি চেয়েছিলেন ছোটখাটো বিয়ের অনুষ্ঠান করতে। আর সেই পরিকল্পনামতোই ঘনিষ্ঠ আত্মীয় পরিজন সান্নিধ্যে চার হাত এক হয় তাঁদের। বিয়ের পোশাকে একেবারে অন্যরকম চমক দিয়েছিলেন পত্রলেখা। লাল রঙের ওড়নায় সোনালি জরিতে বাংলায় রাজকুমারকে প্রেম নিবেদন করেন তিনি। ওড়না জুড়ে ফুটে ওঠে, ‘আমার পরান ভরা ভালবাসা তোমায় সমর্পণ করিলাম।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement