Advertisement
Advertisement
Khadaan sequel

আসছে ‘খাদান ২’, সিক্যুয়েলে কোন চমক দেবেন দেব?

রিলিজের দিনই ১০০ হলে হাউজফুল 'খাদান'। ওপেনিংয়েই বাজিমাত দেব-যিশুর।

Actor producer Dev announces Khadaan 2, sequel on process
Published by: Sandipta Bhanja
  • Posted:December 20, 2024 7:42 pm
  • Updated:December 20, 2024 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাজুড়ে ‘খাদান’ ঝড়। বৃহস্পতিবার রাত ২টোর শো হাউজফুল। দিনভর সোশাল মিডিয়াতেও ট্রেন্ডিং ‘খাদান’ (Khadaan)। আয় পয়লা দিনেই ঝোড়ো ব্যাটিং দেবের। ১০০টি হলে হাউজফুল। চমক এখানেই শেষ নয়! আসছে ‘খাদান ২’। সিক্যুয়েলে এবার কোন চমক দেবেন দেব (Dev)? কৌতুহল তুঙ্গে দর্শক-অনুরাগীদের! 

ক্লাইম্যাক্স দৃশ্যের শেষেই দেব ঘোষণা করে দিলেন, ‘পিকচার অভি বাকি হ্যায়…!’ সিক্যুয়েলের গল্প কোন প্রেক্ষাপটে হবে? ‘খাদান’ ছবিতে দেখা গিয়েছে মধুর (দেব) স্ত্রী লতিকা সন্তানসম্ভবা। যে চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এদিকে কোলিয়ারি অঞ্চলের মাফিয়ারাজ, সিন্ডিকেটের দৌড়াত্ম সবমিলিয়ে একাধিক প্লট রয়েছে ‘খাদান’ ছবিতে। অতঃপর মোহন দাস পরবর্তী অধ্যায়ে তাঁর কয়লা সাম্রাজ্যের রাশ কীভাবে একা হাতে সামলাবেন মধু, সেখান থেকেই শুরু হতে পারে সিক্যুয়েলের গল্প। কিংবা কোলিয়ারি অঞ্চলে পরিবারতন্ত্রের দাপটও দেখাতে পারেন দেব। ‘খাদান’ তৈরি করতে ৬ কোটি টাকা খরচ করেছেন টলিপাড়ার সুপারস্টার প্রযোজক-অভিনেতা। বৃহস্পতিবারই তিনি আভাস দিয়েছিলেন এই ছবি বাণিজ্যিকভাবে সফল হলে পরবর্তী সিনেমায় তিনি ১০ কোটি টাকা বিনিয়োগ করবেন। তখনই ‘খাদান ২’ আসার আভাস মিলেছিল। আর শুক্রবার, বড়পর্দাতেই সেই জল্পনায় সিলমোহর বসিয়ে দিলেন দেব।

Advertisement

Actor Producer Dev asked fan to inform Khadaan's hall list

‘খাদান’ ছবিতে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে ধরা দিয়েছেন দেব। শার্টের খোলা বোতাম। আলুথালু চুল। মুখে বিড়ি। শেষ কবে প্রান্তিক শ্রেণির হিরো হিসেবে কোনও বাঙালি অভিনেতা ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে ধরা দিয়েছেন, তা মনে পড়ে না। ঠোঁটের ফাঁকে দেবের বিড়ি ধরার স্টাইল মনে করিয়ে দিল ‘দিওয়ার’-এর বচ্চনের কথা। সেই ‘চ্যালেঞ্জ’ বা ‘পাগলু’র সোয়াগ আছে বটে তবে এবার ‘রাফ অ্যান্ড টাফ’ অবতারে ধরা দিয়ে দেব বুঝিয়ে দিলেন রাজার প্রত্যাবর্তন ঘটেছে। এযাবৎকাল বলিউড কিংবা দক্ষিণী সিনেমার মারপিটের মারপ্যাঁচে বাঙালি দর্শকরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহ ভরিয়েছেন। তবে এবার হোমমেড প্রোডাক্টে সেই স্বাদ দিলেন দেব। মাস কর্মাশিয়াল হিসেবে ‘খাদান’ যে হিট, হলের গর্ভগৃহে উপচে পড়া হাততালি আর সিটির আওয়াজই তা বলে দেয়। সিক্যুয়েলেও যে সেই ধারা বজায় রাখবেন আরেকটু সচেতন হয়ে, সেটা আশা করাই যায়।

বুক মাই শো-তে দু সপ্তাহ ধরে রমরমিয়ে চলা ‘পুষ্পা’কেও হার মানিয়ে দিয়েছে দেব-যিশু ভক্তদের উন্মাদনা। হইহই করে বিকোচ্ছে টিকিট। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার টিকিট বিক্রি হয়েছে। আর অনুরাগীদের এই উন্মাদনা যেন বিফলে না যায়, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দেব। তাই তো রিলিজের প্রাক্কালে আগেভাগেই ‘ব্যবস্থা নেওয়ার’ কথা ঘোষণা করে দিয়েছেন জনসমক্ষে। দর্শক-অনুরাগীদের কাছে তাঁর আর্জি, “কাছের সিনেমা হলে ‘খাদান’ দেখতে না পেলেই যেন আমাকে জানানো হয়। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।” সুপারস্টারের আর্জিতে দলে দলে হল ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement