Advertisement
Advertisement
Mirza Teaser

‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা! ‘মির্জা’র টিজারে লুক পালটে চমক অঙ্কুশের

এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হল নায়কের।

Actor-Producer Ankush compared with KGF star Yash after releasing his New movie Mirza | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 9, 2022 2:59 pm
  • Updated:September 9, 2022 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উসকো খুশকো চুল। চোখে চশমা। মুখে ধোঁয়া ওঠা সিগারেট। নিজের প্রযোজনায় এভাবেই ‘মির্জা’ (Mirza) হয়ে উঠলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ছবির টিজার দেখে মুগ্ধ অঙ্কুশ অনুরাগীরা। অভিনেতা-প্রযোজকের নতুন ছবিকে দক্ষিণী ব্লকবাস্টার ‘কেজিএফ’-এর (KGF) সঙ্গে তুলনা করলেন তাঁরা।

Mirza-Ankush-4

Advertisement

গত ১৫ আগস্ট বড় ঘোষণার আভাস দেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই ঘোষণা খুবই স্পেশ্যাল। আর তা অনুরাগী ও দর্শকদের গত ১২ বছরের ভালবাসা ছাড়া সম্ভব হত না। সময়মতোই ‘মির্জা’ ছবির কথা ঘোষণা করেন অঙ্কুশ। “Be the change that we wish to see in the world- কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা”, লেখেন মোশন পোস্টার শেয়ার করে। 

[আরও পড়ুন: গোলাপি শাড়ি, হাতে শাঁখা-পলা, বাঙালি সাজে মায়ের হাতে সাধ খেলেন হবু মা বিপাশা, দেখুন ভিডিও]

টলিউডে একাধিক নায়ক প্রযোজনায় হাত পাকিয়েছেন। দেব, জিৎ তো রয়েছেনই, প্রসেনজিতেরও প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই দলে নাম লিখিয়েছেন অঙ্কুশ। নেক্সজেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরা মোশান পিকচার্সের ব্যানারে তৈরি হয়েছে মির্জা। মুক্তি পাবে আগামী ইদে। ছবিটি প্রযোজনা করছেন রক্তিম চট্টোপাধ্যায়। নিবেদক হিসেবে থাকছে অঙ্কুশের সংস্থা। ‘মির্জা’র পরিচালনার দায়িত্ব সামলেছেন সুমিত সাহিল। চিত্রনাট্যকার অর্নব ভৌমিক।

Ankush-1

ছবির জন্য নিজের লুক এক্কেবারে পালটে ফেলেছেন অঙ্কুশ। টিজারের শুটিং হয়েছে কলকাতায়। যাতে এক পরিত্যক্ত বাড়ির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানেই ডেরা মির্জার। যাকে ধরতে মরিয়া গুণ্ডা, পুলিশ থেকে স্পেশ্যাল ফোর্স। মোক্ষম সময় ‘কাহানি মে টুইট’। দাবার চাল এক্কেবারে উলটে দেয় মির্জা। আগুন ধরিয়ে দেয় গোটা জায়গায়।

মির্জা হিসেবে অঙ্কুশকে দেখে মুগ্ধ দেব। ‘পুরো আগুন’, শুভেচ্ছা জানিয়ে লেখেন তিনি। এদিকে আবার অঙ্কুশের অনুরাগী তাঁর এই রূপকে ‘কেজিএফ’ সিনেমার রকি ভাইয়ের (যশ অভিনীত চরিত্র) সঙ্গে তুলনা করেছেন। ‘বাংলার কেজিএফ’ লেখা ছবিও শেয়ার করেন তিনি।

Dev-on-Ankush-film

Ankush-Mirza-Tweet

[আরও পড়ুন: কলকাতায় তৈরি অসমিয়া ছবি এবার অস্কার দৌড়ে, শর্ট ফিল্ম বিভাগে লড়বে ‘মুর ঘুড়ার দুরন্ত গতি’]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement