Advertisement
Advertisement

Breaking News

Prasenjit Chatterjee

‘কাছের মানুষ’ দেবের জন্য কমেডিয়ান প্রসেনজিৎ! নিজের তিন বিয়ে নিয়েই করলেন ঠাট্টা

শ্রীদেবীকে দেখে নাচ শিখেছেন বলেও জানান তারকা। 

Actor Prasenjit Chatterjee turns Standup comedian for 'Kacher Manush' Dev | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 10, 2022 9:51 pm
  • Updated:September 10, 2022 9:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাছের মানুষ’ (Kacher Manush) দেবের জন্য কমেডিয়ান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। মাইকের সামনে দাঁড়িয়েই বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ বলা হয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়েই মশকরায় মাতলেন সুপারস্টার। তিনটি বিয়ে নিয়ে করলেন ঠাট্টা। 

Dev and Prosenjit

Advertisement

আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে দেব (Dev) ও প্রসেনজিতের ‘কাছের মানুষ’। তারই প্রচারের জন্য দেব প্রসেনজিৎকে স্ট্যান্ডআপ কমেডি করার অনুরোধ জানান। ‘ছোট ভাই’য়ের সেই অনুরোধ রাখেন বুম্বাদা। দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে। প্রথমে নিজের নায়ক হওয়ার আগের কাহিনি জানান। মায়ের কথায় বালতি ভরে জল আনতে যেতেন প্রসেনজিৎ। সেই থেকেই নাকি ক্যামেরার সামনে নিজের হাঁটার ভঙ্গি আয়ত্ত করেন। 

[আরও পড়ুন: চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এফেক্ট, ওয়েব দুনিয়ায় আসছে ‘মহাভারত’, দেখুন ছবি]

এরপর থেকে নিজের ভাইরাল মিমগুলি নিয়ে মশকরা করতে থাকেন। অভিনেতা জানান, শুটিংয়ের মাঝে তেষ্টা পাওয়ায় একবার জলের বদলে আঠা খেয়ে ফেলেছিলেন। তারপর থেকেই দাঁত চেপে সংলাপ বলেন। আবার ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ তকমা নিয়েও আপত্তি জানান প্রসেনজিৎ। দেবকে দেখিয়ে বলে ওঠেন, “আমি যদি ইন্ডাস্ট্রি হয়ে এরা আমার শ্রমিক নাকি!” তাতে আবার দেব সম্মতি জানালে তাঁকে মৃদু ধমকও দেন। শ্রীদেবীকে দেখে নাচ শিখেছেন বলেও জানান তারকা। 

Porsenjit

সব শেষে নিজের বিয়ের প্রসঙ্গ তোলেন প্রসেনজিৎ। জানান, এক টেলিভিশন চ্যানেলে সেরা কাপল বাছা হচ্ছিল। সেখানে তিনি ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঞ্চালক হিসেবে ছিলেন। তিনবার বিয়ে হওয়া সত্ত্বেও কেন তাঁকে এমন শোয়ের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হল? ক্রিয়েটিভ হেডকে সেই প্রশ্ন করেছিলেন টলিউডের সুপারস্টার। তাতে জবাব এসেছিল, তাঁকেই নাকি চেয়েছিলেন বাংলার বেশিরভাগ দর্শক। এতে আবার অবাকও হন প্রসেনজিৎ। শেষে জানান, প্রথম বিয়ে ছোটবেলার ভালবাসাকে করেছিলেন। তা ভাঙার পর প্রায় দেড় বছর বাড়ির বাইরে বের হননি। সেই অসময়ের সঙ্গী ছিলেন অভিজিৎ গুহ। একটু সামলে উঠে একসঙ্গে ন’টি ছবি সই করেন বলেও জানান টলিউডের সুপারস্টার।

[আরও পড়ুন: রণবীরের মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোন! ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ভাগে রয়েছে আরও বড় চমক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement