Advertisement
Advertisement
Soham Chakraborty

চকোলেট কামড়াতেই পোকা! ‘দায়িত্ববান হোন’, জনপ্রিয় সংস্থার উপর মারাত্মক চটলেন সোহম

কী বললেন তারকা-বিধায়ক?

Actor MP Soham Chakraborty found worm in chocolate, slams famous brand

ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:March 14, 2024 12:00 pm
  • Updated:March 14, 2024 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চকোলেটের মোড়ক খুলে কামড় দিতেই বিপত্তি! বেরল আস্ত পোকা। দেখেই হতবাক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আট থেকে আশির কাছে এই সংস্থার চকোলেট বছরের পর বছর ধরে বেজায় জনপ্রিয়। বিশেষ করে বাচ্চাদের কাছে। কিন্তু সেই চকোলেটের মধ্যেই যদি এমন পোকা থাকে, তা কতটা নিরাপদ? তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী।

বুধবার এক্স হ্যান্ডেলে অভিনেতা নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। শুধু তাই নয়,
জনপ্রিয় ওই চকোলেট সংস্থার উপর যাবতীয় ক্ষোভও প্রকাশ করলেন সোহম। চকোলেটের বার থেকে বেরনো পোকার ছবি তুলে সেটা সোশাল মিডিয়ায় পোস্ট করে তারকা বিধায়ক লিখেছেন, “ক্যাডবেরির মধ্যে পোকা দেখতে পাবো, সেটা কখনোই আশা করিনি। হতাশ তো হলাম বটেই, পাশাপাশি খুব বিরক্তও লাগছে। আপনারা যদি বাচ্চা কিংবা কাউকে ক্যাডবেরি উপহার হিসেবে দিতে চান, তাহলে কিন্তু সাবধান! আমরা মোড়ক খুলেই পোকা পেয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘৪৫ মাস পার, মোদিজি এবার CBI-কে বলুন…’, লোকসভার আগে সুশান্ত ইস্যু তুললেন দিদি]

এরপরই তারকা বিধায়কের সংযোজন, “এহেন বিশ্বস্ত ব্র্যান্ডের কাছ থেকে এরকম ঘটনা আশা করিনি। ভীষণ হতাশাজনক ক্যাডবেরি! আপনাদের কি আরেকটু দায়িত্ববান হওয়া উচিত ছিল না?” প্রশ্ন ছুঁড়লেন সোহম চক্রবর্তী। তাঁর নিজের বাড়িতেও সন্তান রয়েছে। বাবা হিসেবেই উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা।

[আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে জীতু কামাল! আমন্ত্রণও সারা, বড় খবর দিলেন অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement