Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

‘নুসরত জাহানের হাতে কি ব্লেড দিয়ে কাটার দাগ?’, ছবি দেখেই প্রশ্ন নেটিজেনদের

আঁতকে উঠল নেটপাড়া।

Actor MP Nusrat Jahan's new picture garners social attraction | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 3, 2023 6:59 pm
  • Updated:November 3, 2023 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ হতেই যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। সেখান থেকেই একের পর এক ছবি দিয়ে নেটপাড়ার ঘুম ওড়াচ্ছেন সাংসদ-অভিনেত্রী। তবে এবার নুসরতের ছবি দেখে সত্যিই চিন্তায় ঘুম উড়ে গেল উদ্বিগ্ন ভক্তদের। নায়িকার বোল্ড ছবিতে তাঁদের নজর কেড়েছে হাতের একাধিক কাটা দাগ!

আর হাতে এত কাটা দাগ দেখেই নেটপাড়ার প্রশ্ন, ‘এগুলো কি ব্লেড দিয়ে কাটার দাগ?’ কারও বা আবার কৌতূহল, ‘কেন হাত কেটেছিলেন?’ কেউ কেউ আবার নিজের মতো করে উত্তর খুঁজে নিয়ে কমেন্ট বক্সে লিখলেন, ‘প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরই কি হাত কেটেছিলেন?’ যদিও এপ্রসঙ্গে নিরুত্তর থেকেছেন অভিনেত্রী। তবে তর্ক-বিতর্ক যতই থাক, নুসরত জাহান সবসময়ে পজিটিভ। একাধিকবার একাধিক কারণে বিতর্কের শিরোনামে থাকলেও নিন্দুকদের কথায় কান দিতে নারাজ তিনি। নিজের শর্তে চলতেই তিনি পছন্দ করেন বরাবর।

Advertisement

সম্প্রতি, নুসরত ও যশ তাঁদের ইনস্টাগ্রামে যেসব ছবি-ভিডিও আপলোড করেছেন, সেখানে দেখা গিয়েছে মালদ্বীপের ওয়াটার ভিলাতে ছুটি কাটাচ্ছেন দুজনে। আর সেই ট্যুরের ছবি দিতেই নায়িকার হাতে কাটা দাগ খেয়াল করল নেটপাড়া।

[আরও পড়ুন: ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়ব’, ফিল্মি কেরিয়ার ডুবতেই ভোটের ময়দানে কঙ্গনা!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

প্রসঙ্গত, সারা বছর কাজের ব্যস্ততা থাকে নুসরত জাহানের। অভিনয়ের পাশাপাশি টলিউড নায়িকাকে সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। এবার আবার যশের বলিউড ছবি মুক্তি পেয়েছে। ‘ইয়ারিয়া ২’ ছবিতে দিব্যা খোসলা কুমারের বিপরীতে অভিনয় করেছেন বাংলার অভিনেতা। ফলে পুজোর (Durga Puja 2023) আগে তাঁর প্রচারের ব্যস্ততা ছিল। তবে পুজোর সময়ে চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর ঠাকুর দেখে এবার সুযোগ পেয়ে দুজনে মিলে ঘুরতেও গেলেন।

[আরও পড়ুন: জন্মদিনে শাহরুখকে দেখতে গিয়েই ‘কেলোর কীর্তি’! ১৭ জনের পকেট থেকে উধাও মোবাইল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement