সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রা সেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন চিত্রা সেনের নাতি অভিনেতা ঋদ্ধি সেন ও পুত্র বধূ অভিনেত্রী রেশমি সেন। পরে হাসপাতালে গিয়ে পৌঁছন কৌশিক সেন।
কী হয়েছে অভিনেত্রীর?
মায়ের শারীরিক অবস্থার সম্পর্কে সংবাদমাধ্যমকে অভিনেতা কৌশিক সেন জানিয়েছেন, ”সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছিল। গরমের মধ্যে হতেই পারে এটা। আশঙ্কার কিছু নেই এটাই সবচেয়ে ভালো খবর।”
অভিনেত্রী চিত্রা সেনের শারীরিক অবস্থা নিয়ে রেশমি সেন জানান, ”ইসিজি, ইকো সব পরীক্ষাই করা হয়েছে। সব রিপোর্টই ঠিক আছে। ডাক্তাররা জানিয়েছেন, ভয়ের তেমন কিছু নেই। আসলে মায়ের তো অনেক বয়স হয়েছে। ৮৫ পেরিয়েছে। কখনও হয়তো কোমরে ব্যাথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে। তার উপর এত গরম! ”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.