Advertisement
Advertisement

Breaking News

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

সচেতনতার বার্তা দিতে জয়জিতের শর্ট ফিল্ম ‘হ্যাশট্যাগ হিউম্যানিটি’

অভিনেতার উদ্যোগে শামিল টেলিতারকা ও খেলোয়াড়রাও।

Actor Joyjit Banerjee's short film Hashtag humanity released
Published by: Sandipta Bhanja
  • Posted:May 16, 2020 6:26 pm
  • Updated:May 16, 2020 6:26 pm  

সোমনাথ লাহা: করোনা আবহে সন্ত্রস্ত গোটা দেশ। বিগত প্রায় ২ মাস ধরে বন্ধ শুটিং। সেটে ঝুলছে তালা। গৃহবন্দি তারকারা। তবে অকারণে বাইরে বেরনোর উপর লকডাউন জারি হলেও শিল্পীদের শিল্পসত্তায় তো আর লকডাউন জারি হয়নি! তাই ঘরে বসে করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা দিতে বাঁধা কোথায়! কথাতেই আছে, ‘দ্য শো মাস্ট গো অন!’ জয়জিৎও এমনটাই ভাবেন। সেই ভাবনা থেকেই জনসাধারণের কাছে সচেতনতার বার্তা তুলে ধরতে একটি শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘হ্যাশট্যাগ হিউম্যানিটি’।

শর্ট ফিল্মের মূল ভাবনা জয়জিতেরই। তবে এই মহৎ উদ্যোগে তিনি পাশে পেয়েছেন তাঁর সহকর্মীদের। এমনকী, জনগণদের কাছে সতর্কবার্তা পৌঁছে দিতে অভিনেতার এই প্রয়াসে শামিল হয়েছেন ক্রিকেট এবং ফুটবল জগতের তারকারাও। 

Advertisement

[আরও পড়ুন: ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তিই কি ভবিষ্যতের ট্রেন্ড? তুঙ্গে প্রোডিউসার্স গিল্ড ও মাল্টিপ্লেক্স সংস্থার তরজা]

‘হ্যাশট্যাগ হিউম্যানিটি’তে রয়েছেন বিশ্বনাথ বসু, চাঁদনি সাহা, সন্দীপ্তা সেন, ভাবনা বন্দ্যোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী-সহ আরও অনেকেই। শর্ট ফিল্মে দেখা গেল ক্রিকেটার রণদেব বসু, ফুটবলার মেহতাব হোসেন এবং শিলটন পালকেও।  জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত প্রত্যেকেই।

জয়জিৎ খানিক অন্যভাবেই ভেবেছেন তাঁর ছোট ছবিকে নিয়ে। আমাদের পারিপার্শ্বিক জড়বস্তুগুলোই তাঁর ভাবনায় প্রাধান্য পেয়েছে। বিশ্বজুড়ে এমন করোনা আবহে গৃহবন্দি থেকে আমরা সবাই একপ্রকার উতলা হয়ে উঠেছি মুক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু আমরা প্রত্যেকেই নিরুপায়। মাঝেমধ্যেই মন ছটফট করছে বাইরে যাওয়ার জন্য। আর ঠিক এই পরিস্থিতিতেই জড়পদার্থগুলো এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা যেন বাঁচাতে চাইছে তাদের মালিকদের। বলতে চাইছে, এই সময়ে আমাদের আরো সচেতন থাকতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আসলে পারিপার্শ্বিক সঙ্গীন পরিস্থিতির কথা তুলে ধরতেই জড়বস্তুগুলোকে প্রতীকী হিসেবে ব্যবহার করেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘ডাবিং করা সিরিয়াল দেখালে কোথায় যাবেন বাংলার শিল্পীরা?’, অশনি সংকেত টলিউডের অন্দরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement