সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! প্রাক্তন পুলিশকর্মীকেই টোপ দিয়ে বোকা বানাল প্রতারক! শুধু কি তাই, তার উপর যাঁর মেয়ে বলিউডের সুপারস্টার, তাঁকে এভাবে হেনস্তা! হ্য়াঁ, এমনই ঘটনা ঘটে গেল অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানির সঙ্গে। সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, ৫ জনের এই প্রতারক দল তাঁকে আশ্বাস দিয়েছিল যে ২৫ লক্ষ টাকার বিনিময়ে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে। সেই ফাঁদেই পা দিয়ে ২৫ লক্ষ টাকা খোয়ালেন জগদীশ। পরে অবশ্য বরেলি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন জগদীশ সিং পাটানি। জানা গিয়েছে, শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রত্য়ারকরা ৫ লাখ টাকা নগদ এবং ২০ লাখ টাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে খেপে খেপে নেয়। তার পর টাকা দেওয়ার তিন মাস পরেও যখন অভিনেত্রীর বাবা চাকরি পান না, তখন অভিযুক্তরা জানিয়েছিলেন যে তাঁরা টাকা ফেরত দিয়ে দেবেন, তাও সুদ সমেত। কিন্তু সেই টাকা ফেরত পাননি জগদীশ পাটানি। উলটে তাঁকে হুমকি , অসভ্য আচরণ করতে শুরু করে প্রত্যারকরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন জগদীশ।
ইতিমধ্যেই পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে বলেই জানানো হয়েছে। অভিযুক্তদের তাঁরা দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.