Advertisement
Advertisement

Breaking News

Tathagata Mukherjee

লিভ ইন সম্পর্কে তথাগত ও বিবৃতি! নতুন ছবি ঘিরে টলিপাড়ায় জল্পনা

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কী লিখলেন তথাগত?

Actor Director Tathagata Mukherjee's Instagram Post goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 7, 2023 10:57 am
  • Updated:November 7, 2023 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরেই টলিপাড়ার গুঞ্জনে রয়েছে তথাগত মুখোপাধ্য়ায় ও বিবৃতি চট্টোপাধ্য়ায় নাকি বন্ধুর চেয়ে একটু বেশি। নিন্দুকরা যাকে প্রেমের সম্পর্ক বলে দাবি করছেন। তবে এই নিয়ে তথাগত কিংবা বিবৃতি কিন্তু এসব নিয়ে কখনই মুখ খোলেননি। গুঞ্জন উড়ছে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি দিয়েই!

ব্যাপারটা একটু খোলসা করা যাক বরং। সম্প্রতি তথাগত তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি আলো আঁধারি মাখা ছবি পোস্ট করেছেন। যে ছবি রয়েছে এক নারীর উপস্থিতি। নেটিজেনরা মনে করছেন, তথাগতর তোলা ছবিতে এই নারী আর কেউ নন, বিবৃতি! তথাগত অবশ্য এই ছবি পোস্ট করে লিখলেন, ‘বিষাদ…সিন্ধু…’। ছবিটা যে বিবৃতির তার কোনও ইঙ্গিত দেননি তথাগত। তবে নেটিজেনরা কিন্তু আলো আঁধারি এই ছবি থেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন। অনেকের মতে, তথাগতর সঙ্গে এক ছাদের তলায় থাকছেন বিবৃতি। এসব ছবিই হল তার প্রমাণ।

Advertisement

[আরও পড়ুন: ছোট্ট হাতে কেক ঘাটছে রাহা, প্রথম জন্মদিনেই মেয়ের মিষ্টি ছবি শেয়ার করলেন আলিয়া]

২০১২ সালে বিয়ে হয় দেবলীনা-তথাগতর। একসঙ্গে বেশ কয়েকটি পোষ্যকে নিয়ে জমেছিল তাঁদের সংসার। কিন্তু ২০২১ সালের শেষের দিকে শোনা যায়, ছাদ আলাদা হয়েছে তথাগত আর দেবলীনা দুজনেরই। এই বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল ‘ভটভটি’ নায়িকা বিবৃতির সঙ্গে তথাগতর সম্পর্কের কথা। তবে টলিপাড়ায় এসব রটলেও, মুখে কুলুপ দেবলীনা ও তথাগতর।

[আরও পড়ুন: ‘দ্য রেলওয়ে মেন’-এর ট্রেলারে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি, নজর কাড়লেন মাধবন-মেনন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement