Advertisement
Advertisement
Dev

‘আর মাত্র কয়েক ঘণ্টা!’, সংসদ ভবন থেকে ছবি দিয়ে জল্পনা উসকে দিলেন দেব

সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা। রাজনীতি থেকে সরছেন তৃণমূলের তারকা সাংসদ? দিল্লি থেকেই জল্পনা উসকে দিলেন।

Actor Dev shares status, sparks speculation | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 7, 2024 5:10 pm
  • Updated:February 7, 2024 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। শুধু তাই নয়, তাঁর কথায়বার্তায় রাজনীতির প্রতি অনীহাও প্রকাশ পেয়েছে সাম্প্রতিককালে। এবার দিল্লি থেকে আরও এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন দেব।

“আর মাত্র কয়েক ঘণ্টা!” নিজের ইনস্টা স্টোরিতে ঠিক একথাই লিখেছেন দেব। আর সেই পোস্ট ভাইরাল হতেই শোরগোল! তাহলে কি জল্পনাই সত্যি, রাজনীতি থেকে সরছেন তৃণমূলের তারকা সাংসদ? দেবের ইনস্টা স্টোরি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতার এমন পোস্টকে বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে দিল্লিতে পাড়ি দিয়েছেন দেব। সেখান থেকেই ছবি পোস্ট করে ওই ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ঘুরতে গিয়ে হঠাৎ হেলেনের সঙ্গে দেখা মিমির! সঙ্গে এক টলি অভিনেতাও, তার পর?]

এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ জানিয়েছেন, “দেব দলের অত্যন্ত সক্রিয় একজন কর্মী। তৃণমূল সাংসদ হিসেবেই তিনি লোকসভায় রয়েছেন। দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে কি না, সেই জল্পনার কোনও অবকাশ আমি অন্তত দেখতে পাচ্ছি না।”

“ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে”, দিন কয়েক আগেই এমন মন্তব্য করে রাজনৈতিকমহলে শোরগোল ফেলে দিয়েছিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সেই থেকেই জল্পনার সূত্রপাত, তাহলে কি এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll 2024) লড়ছেন না টলিউড সুপারস্টার? তবে জানুয়ারি মাসে কালীঘাটের দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে ‘গুড বয়’ সার্টিফিকেট পাওয়ায় পর সেই হিসেব বদলে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আবারও রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার জল্পনা জিইয়ে রাখলেন দীপক অধিকারী তথা দেব।

[আরও পড়ুন: যুবানের খেলার সঙ্গী ছোট্ট বোনু ইয়ালিনী, ২ মাস বাদে সংসার সুখের ঝলক দিলেন মা শুভশ্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement