Advertisement
Advertisement
Dev

ফ্যামিলি নিয়ে ব্যস্ত বলে কি নাচ ভুলেছেন? ‘খাদান’ ছবির গানে প্রমাণ দিলেন ‘রাজার রাজা’ দেব

বড়দিনে মুক্তি পাবে এই ছবি।

Actor Dev movie Khadan New Song Rajar Raja out
Published by: Akash Misra
  • Posted:November 12, 2024 2:47 pm
  • Updated:November 12, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চ্যালেঞ্জ নিবি না শালা’! ‘পাগলু’ এমন ডান্স করবে, যে ‘খোকাবাবু’রা হেরে ভূত! দুর্গাপুজোর ঢাকের তাল হোক কিংবা ‘মন মানে না’! দেব মানেই  ঢিনচ্যাক গান ও তাঁর সঙ্গে ঝিনচ্যাক নাচ। কিন্তু হঠাৎ করেই দেবের সাধ জাগল, নিজের ইমেজকে ভাঙার। আর তাই তো দুম করেই নাচ থেকে শত হস্ত দূরে। দেব এখন একের পর এক মাইলস্টোন ছবির একাই ‘টনিক’। দেবই এখন টলিউডের ‘প্রধান’ এন্টারটেনমেন্ট। কিন্তু ওই যে এক স্রোতে কখনই বইবেন না দেব। ফের ফিরলেন পুরনো ছন্দে।  তাই তো ‘খাদান’ ছবিতে দেব সেই পুরনো অ্য়াকশন, নাচে, গানে ভরা পর্দার সুপারহিরো। ফের পুরনো জুতোতে পা গলিয়ে দেব কি পারলেন সেই ঝিনচ্য়াক দেবকে ফেরাতে?

হ্যাঁ, পারলেন। তার প্রমাণ ‘খাদান’ ছবির নতুন গান ‘রাজার রাজা’! যেখানে শিবভক্ত দেবের প্রলয় রূপ। গানের তালে অনুরাগীরা ফিরে পেল সেই পাগলু যুগ!

Advertisement

‘রাজার রাজা’ গানের ছবি আগেই শেয়ার করেছিলেন দেব। রবিবার ছবির দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল টিজার। তাতেই বাজিমাত করেছেন দেব। আবার তিনি অনুরাগীদের কাছে ‘মাস হিরো’ হয়ে ফিরে এসেছেন। তাও আবার মহাদেবের আরধনা করে। ‘অনেকদিন পর নাচতে দেখলাম’, ‘পুরনো দিন ফিরেছে’, এমন মন্তব্য করা হয়েছে টিজার ভিডিওর কমেন্ট বক্সে।

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব (Actor Dev)। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। অ্যাকশন প্যাকড এই ছবিতে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত। “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি”, ক্যাপশনে একথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল।

“আমি খাদান-এর মতো কর্মাশিয়াল টিজার, ট্রেলার বাংলাতে তো দেখিনি। আমার মনে হয় যদি বাংলা কর্মাশিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, তাহলে এই চেঞ্জ গুলো রয়েছে ‘খাদান’-এ। আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব”, ‘খাদান’ ছবির টিজার দেখার পর এমন কথাই বলেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দেব-যিশু ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement