সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ‘কাছের মানুষ’, কখনও ‘বাঘা যতীন’, আবার কখনও ‘প্রধান’ — ক্যামেরার সামনে নানা অবতারে ধরা দেন দেব (Actor Dev)। কিন্তু টলিউডের এই সুপারস্টারই ‘মাম্মা’জ বয়’। মায়ের কাছে গেলেই যেন তাঁর সমস্ত যুক্তি হারিয়ে যায়, তখনও পড়ে থাকে ভালোবাসা আর আদর। তাই তো মায়ের জন্মদিনে দিলেন আবেগপ্রবণ বার্তা।
মাঝরাতেই সেলিব্রেশন শুরু হয়ে যায়। চলে আসে সুন্দর কেক। মাকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানান দেব। তিনটি ছবি শেয়ার করেছেন অভিনেতা-প্রযোজক। ক্যাপশনে লিখেছেন, “আমি পরের জন্মে বিশ্বাস করি না… কিন্তু তা যদি সত্যিই থাকে তাহলে আমার প্রত্যেক জন্মে তুমিই আমার মা থেকো।”
View this post on Instagram
২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনেতা হিসেবে সফর শুরু করেন দেব। ‘চ্যালেঞ্জ’ নিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। শুধু নায়ক নয়, অভিনেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন দেব। তার পর প্রযোজনা। তাতেও সাফল্য। ‘টনিক’, ‘কিশমিশ’, ‘প্রজাপতি’ থেকে ‘প্রধান’, একের পর এক ছবি দর্শকদের সামনে আনছেন দেব ও তাঁর সহ-প্রযোজকরা।
View this post on Instagram
‘প্রধান’-এর পর আবারও অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন দেব। ছবির নাম জানা না গেলেও মুক্তির তারিখ ধার্য হয়ে গিয়েছে। তা চলতি বছরের বড়দিনের ঠিক আগে, ২০ ডিসেম্বর। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব পুজোয় আনছেন ‘টেক্কা’। এছাড়াও রয়েছে ‘খাদান’, ‘রঘু ডাকাত’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.