Advertisement
Advertisement

Breaking News

Chanchal Chowdhury

দীর্ঘদিনের লড়াই শেষ, বাবাকে হারালেন চঞ্চল চৌধুরী

বাবার অসুস্থতার জন্যই কলকাতায় 'হাওয়া' ছবির সাংবাদিক বৈঠকে থাকতে পারেননি অভিনেতা।

Actor Chanchal Chowdhury lost his Father | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 28, 2022 9:17 am
  • Updated:December 28, 2022 9:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে মানুষটা এতদিন মাথার উপর ভরসার মতো ছিল, যে মানুষটার কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেখা, সেই মানুষটা আর নেই। কাছের মানুষকে হারালেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। প্রয়াত অভিনেতার বাবা রাধাগোবিন্দ চৌধুরী।

Chanchal Chowdhury with Father

Advertisement

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন রাধাগোবিন্দবাবু। কিছুদিন আগে তাঁর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে ঢাকার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় চঞ্চল চৌধুরীর বাবাকে। অভিনেতা নিজে এ বিষয়ে ২৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “অনেকেই জানেন আমার বাবা প্রচণ্ড অসুস্থ। আজ তেরো দিন বাবা আই সি ইউ’তে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।শেষ সময়ে অপেক্ষারত আমরা সবাই…।”

[আরও পড়ুন: অভিনেত্রী তুনিশার শেষকৃত্যে জ্ঞান হারালেন মা, শেষবিদায়ে হাজির ধৃত সিজানের মা ও বোনও]

এর আগেই আবার অভিনেতা লিখেছিলেন, “অভিনয় আর জীবন কখন যে মিলে মিশে একাকার হয়ে গেছে, বুঝতে পারিনি…’কারাগার ২’ চলে এসেছে হইচইতে। যাঁরা দেখেছেন, তাঁরা ভেবেছেন আমি হয়তো অভিনয় করেছি… ওটা সত্যি অভিনয় ছিল না…আমার মায়ের জন্য আমার যতটা আবেগ, যতটা কষ্ট, যতটা ভালবাসা….’কারাগার ২’তে আপনারা সেটাই দেখেছেন।”

শোনা গিয়েছে, বাবার অসুস্থতার জন্যই কলকাতায় ‘হাওয়া’ (Hawa Movie) সিনেমার সাংবাদিক বৈঠকে হাজির থাকতে পারেননি চঞ্চল চৌধুরী। সেদিনই নাকি রাধাগোবিন্দবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। বাংলাদেশে পৌঁছেই ঢাকার বেসরকারি হাসপাতালে চলে যান বাংলাদেশি তারকা। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। বাবার প্রয়াণে শোকবিহ্বল অভিনেতা। ফেসবুকে শুধুমাত্র ‘বাবা…’ শব্দটি লিখেছেন তিনি। আর তাতেই যেন নিজের যাবতীয় যন্ত্রণা, কষ্টের আভাস দিয়েছেন। বাংলাদেশের পাবনায় গ্রামের বাড়ি রয়েছে চঞ্চল চৌধুরীর। শোনা যাচ্ছে, সেখানেই পরিবার ও পরিজনদের উপস্থিতিতে রাধাগোবিন্দবাবুর শেষকৃত্য সম্পন্ন হবে বলেই খবর।

Chanchal-Chowdhury-FB-post
[আরও পড়ুন: দিলদরিয়া হৃতিক, অসমে শুটিং করতে গিয়ে পাইলটকে নিজের জিমের সরঞ্জাম দিলেন অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement