Advertisement
Advertisement

Breaking News

Bonny Sengupta

উত্তপ্ত বাংলাদেশে শুটিংয়ে ব্যস্ত বনি সেনগুপ্ত, জানালেন সেখানকার অভিজ্ঞতা

রবিবার বাংলাদেশে পৌঁছন টলিউড তারকা।

Actor Bonny Sengupta shooting in Bangladesh | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 18, 2021 3:33 pm
  • Updated:October 18, 2021 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা যেন কিছুতেই থামছে না। অভিযোগ, সংখ্যালঘু হিন্দুদের অন্তত ৬৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কড়া পদক্ষেপের আশ্বাস সত্ত্বেও এহেন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এদিকে, হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ প্রদর্শন করেছেন সেদেশের বুদ্ধিজীবী ও ধর্মনিরপেক্ষ জনতা। এমন পরিস্থিতিতে রবিবার ঢাকায় পৌঁছন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সিনেমার শুটিং করছেন তিনি।

‘মানব দানব’ নামে সিনেমার শুটিং করতে বাংলাদেশে গিয়েছেন বনি। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত ছবিতে বনির বিপরীতে রয়েছেন  নবাগতা রাশিদা জাহান শালুক। বাংলাদেশি সংস্থা শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। শিডিউল আগে থেকেই ফিক্সড ছিল। সেই মতো পুজো সেরে রবিবার ঢাকায় পৌঁছন বনি। সেখান থেকে চলে যান চাঁদপুরে। 

Advertisement

[আরও পড়ুন: ‘ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক’, বাংলাদেশের অশান্তির বিরুদ্ধে সোচ্চার মিথিলা]

চাঁদপুর থেকে শুটিংয়ের মাঝে হোয়াটসঅ্যাপ কলে অভিনেতা জানান, এখনও পর্যন্ত কোনও অসুবিধা হয়নি তাঁর। তিনি যে এলাকায় রয়েছেন, সেখানে অশান্তির আঁচ পড়েনি। শুটিংয়ের লোকেশনে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। সামনেই থানা রয়েছে। ফলে শুটিংয়ে কোনও অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা। এখনও ১৩ দিনের কাজ বাকি। সমস্ত কাজ চাঁদপুরে হবে বলেই জানান টলিউড তারকা। 

এদিকে বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রাফিয়াত রশিদ মিথিলা, জয়া আহসানের মতো দুই বাংলার তারকারা। মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান পরমব্রত। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়? প্রশ্ন তোলেন শ্রীলেখা মিত্র। “ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক। ঘৃণার ব্যবসা বন্ধ হোক”, সোশ্যাল মিডিয়ায় লেখেন মিথিলা। এদিকে রংপুরের ছবি পোস্ট করে জয়া আহসান লেখেন, “এ মৃত্যু উপত্যকা আমার দেশ না।”

[আরও পড়ুন: Aryan Khan: জেলের খাবারে অরুচি, মাদক কাণ্ডে ধৃত শাহরুখপুত্রের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement