Advertisement
Advertisement
Bhishma Guhathakurta Death

প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

'অভিনয় জগতের ক্ষতি', লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Actor Bhishma Guhathakurta Passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 11, 2022 7:47 pm
  • Updated:February 11, 2022 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা (Bhishma Guhathakurta)। শুক্রবার শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছরের শিল্পী। বেশ কিছুদিন আগেই করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।  মারণ ভাইরাসকে হার মানালেও নানা সমস্যা দেখা দিয়েছিল শরীরে। সেই কারণেই হাসপাতালে ভরতি হতে হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Bhishma Guhathakurta

Advertisement

অভিনয়ের পাশাপাশি অসাধারণ গায়ক ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা। ভাল পিয়ানো বাজাতেন, ছবিও আঁকতেন, ক্রিকেট খেলতে ভালবাসেন। সম্পর্কে সত্যজিৎ রায়ের ভাগ্নে ছিলেন। অভিনয়ে তাঁর হাতেখড়ি হয় নাটকের মঞ্চে। সেখানেই নাকি পরিচালক তপন সিংহের নজর কাড়েন। তাঁর পরিচালনাতেই ‘রাজা’ ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে সত্যজিৎ রায় (Satyajit Ray) এবং সন্দীপ রায়ের ছবিতেও অভিনয় করেন। আটের দশকে চুটিয়ে অভিনয় করেছেন ভীষ্ম গুহঠাকুরতা। 

[আরও পড়ুন: ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ও হবে’, পুরভোটের আগে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের যুবনেতা দেবাংশুর ]

শিল্পীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’।”

এরপরই মুখ্যমন্ত্রী জানান ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। শিল্পীর প্রয়াণের খবর পেয়ে টুইটারেও শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: নিজেকে গুটিয়ে নিতে চান অভিমানী অভিষেক বন্দ্যোপাধ্যায়! সিদ্ধান্ত সোমবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement