Advertisement
Advertisement
Avik Chanda passes away

বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের ছেলে লেখক অভীক চন্দের জীবনাবসান

মাত্র ৫১ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

Actor Barun Chanda's son author Avik Chanda passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 11, 2023 4:16 pm
  • Updated:July 11, 2023 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের ছেলে অভীক চন্দ। প্রথিতযশা লেখক ছিলেন তিনি। মাত্র ৫১ বছরেই মৃত্যু হল অভীকের।  সোমবার রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুত্রকে হারিয়ে শোকবিহ্বল টলিউডের প্রখ্যাত অভিনেতা।   

Barun-Son-Avik

Advertisement

পড়াশোনায় খুবই ভাল ছিলেন অভীক চন্দ। প্রেসিডেন্সিতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। তারপর যান দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে। সেখান থেকে ডিগ্রি অর্জন করে ফিরে আসেন কলকাতায়। কেরিয়ারের শুরুতে এক ইংরাজি দৈনিকে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন অভীক চন্দ। পরে ব্যবসায় মন দেন।

[আরও পড়ুন: কোরিয়ান ছবির ‘অন্ধ’ অনুকরণ, তবে মন্দ নয় সোনমের ‘ব্লাইন্ড’ পারফরম্যান্স]

নিজের স্টার্টআপ শুরু করেছিলেন অভীক চন্দ। বিজনেস অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন। আবার মোটিভেশনাল স্পিকারও ছিলেন তিনি। এসবের পাশাপাশি লেখালেখিও করতেন অভীক চন্দ। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পান। ‘ফ্রম কমান্ড টু এমপ্যাথি: ইউজিং ইকিউ ইন দ্য এজ অফ ডিজরাপশন’ এবং ‘দারা শুকো: দ্য ম্যান হু উড বি কিং’-এর মতো বই লিখেছেন অভীক।

Barun-Son-Avik-1

মাত্র ৫১ বছর বয়সেই চলে গেলেন প্রতিভাবান এই লেখক। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বরুণ চন্দ। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ছেলেরা সাধারণত বাবার শেষকৃত্য করেন। কিন্তু তাঁকে ছেলের শ্রাদ্ধ করতে হচ্ছে। ‘সময়টা বড্ড কম হয়ে গেল’, মৃত্যুর আগে একথাই বাবাকে বলেছিলেন অভীক। সে কথাই বারবার মনে পড়ছে অভিনেতার।

[আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে বিপর্যয়, মানালিতে আটকে বলিউড অভিনেতা, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement