সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়ার। বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে তিনি। তাঁর চিকিৎসার খরচা জোগার করতে গিয়ে হিমশিম অবস্থা পরিবারের। সোশাল মিডিয়ায় লাইভ করে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চাইলেন অরুন্ধতীর বোন আরতি।
অরুন্ধতীর বোন আরতি জানালেন, ”দিদির অবস্থা দিন দিন গুরুতর হচ্ছে। দিদিকে বাঁচাতে হলে প্রচুর অর্থর প্রয়োজন। আমাদের অ্যাকাউন্ট প্রায় খালি। আপনাদের সবার সাহায্য চাইছি। সঙ্গে প্রার্থনা করুন দিদি যেন দ্রুত সুস্থ হয়ে যায়।”
অভিনেত্রীর বোন আরতি নায়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”দিদি ১৪ মার্চ ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় কবলে পড়ে। গুরুতর আহত হয়। চিকিৎসকের কথায়, মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। দুর্ঘটনার পরে দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।” জানা গিয়েছে, গত চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।
তবে শুধুই অরুন্ধতীর বোন নয়। সোশাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অরুন্ধতীর জন্য সাহায্য়ের আর্জি জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই।
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী, একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ভাই। অভিনেত্রীর ভাইও গুরুতর আহত হয়েছেন।
View this post on Instagram
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল ছবি ‘পোঙ্গি এজহু মনোহরা’ থেকে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। এই ছবি থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ ছবিতে শেষবার তাঁকে দেখা গিয়েছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.