Advertisement
Advertisement
Actor Arundhathi Nair

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী অরুন্ধতী, রয়েছেন ভেন্টিলেশনে

একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী।

Actor Arundhathi Nair on ventilator after road accident
Published by: Akash Misra
  • Posted:March 18, 2024 2:48 pm
  • Updated:March 18, 2024 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়ার গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে। সূত্রের খবর অভিনেত্রীকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।

অভিনেত্রীর বোন আরতি নায়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”দিদি ১৪ মার্চ ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় কবলে পড়ে। গুরুতর আহত হয়। চিকিৎসকের কথায়, মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। দুর্ঘটনার পরে দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।” জানা গিয়েছে, গত চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।

Advertisement

[আরও পড়ুন: প্রিয়াঙ্কা-মালতীর জন্য ভারতে নিক, বউ-মেয়েকে ছাড়া থাকতেই পারছেন না ‘পরদেশী’ জামাই?]

সূত্রের খবর অনুযায়ী, একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ভাই। অভিনেত্রীর ভাইও গুরুতর আহত হয়েছেন।

অভিনেত্রীর বোনের পোস্ট

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল ছবি পোঙ্গি এজহু মনোহরা থেকে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির শয়তান। এই ছবি থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ ছবিতে শেষবার তাঁকে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: ‘হ্যাঁ, পার্টিতে আমিই সাপের বিষ নিয়ে এসেছি’, গ্রেপ্তারের পর চাপের মুখে নতিস্বীকার এলভিশের! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement