সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে অভিনেতা আরশাদ ওয়ারসি। শেয়ার বাজারে সস্ত্রীক অভিনেতা-সহ মোট ৩১টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল SEBI। ইউটিউব চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিভ্রান্তিকর ভিডিও আপলোড করার পরই সেবি’র এই সিদ্ধান্ত।
গত বছরের জুলাই মাসে সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কে ভিডিও আপলোড করা হয় ‘দ্য অ্যাডভাইজার’ এবং ‘মানিওয়াইজ’ নামে দু’টি ইউটিউব চ্যানেলে। সেখানে দাবি করা হয়, এই শেয়ার কিনলে বিপুল লাভ পাবেন বিনিয়োগকারী। এছাড়া দাবি করা হয়, সাধনা ব্রডকাস্ট লিমিটেড আদানি গ্রুপের দখলে চলে যাচ্ছে। তার ফলে কোম্পানির মার্জিন বাড়বে। এই ইউটিউব ভিডিও বহু বিনিয়োগকারীকে প্রভাবিত করে। তার ফলে সাধনা ব্রডকাস্টের কর্মী, ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা বিপুল লাভ পান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.