সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়মভঙ্গ করেছেন। অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan), সোহেল খান এবং তাঁর ছেলে নির্বান খানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল বৃহন্মুম্বই পুরনিগম (BMC)। তাঁদের বিরুদ্ধে সোমবার খার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
কেন কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন হয়েছিল সলমন খানের দুই ভাই ও ভাইপোর? ঠিক কী হয়েছিল? বিএমসি জানাচ্ছে, গত ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন তিনজন। কোভিড (COVID-19) বিধি অনুযায়ী, তাঁদের সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। বিদেশ থেকে আসা কারও থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সেই কারণেই এই নিয়ম পালন করতে হচ্ছে। বিএমসির অভিযোগ, বিমানবন্দর ছাড়ার সময় আরবাজ, সোহেল ও নির্বান কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তাঁরা বান্দ্রার এক বিলাশবহুল হোটেলে সাতদিন আলাদা থাকবেন। তারপর বাড়ি ফিরবেন। কিন্তু এখন জানা গিয়েছে, ২৬ ডিসেম্বরই নিজেদের হোটেল বুকিং বাতিল করে দিয়েছিলেন তাঁরা। এবং প্রত্যেকেই বাড়ি ফিরে যান। এই খবর সামনে আসছেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে BMC।
তাঁদের বিরুদ্ধে মহামারী আইন ভঙ্গে মামলা রুজু হয়েছে। তবে এফআইআর অনুযায়ী, সলমনের ছোট ভাই সোহেল (Sohail Khan) জানিয়েছেন, তিনি ও আরবাজ ২৫ ডিসেম্বর দেশে ফিরলেও তাঁর ছেড়ে আসেন ৩০ তারিখ। আর বিমানবন্দরে তাঁদের করোনা পরীক্ষাও হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসায় কোয়ারেন্টাইনে না থেকে তাঁরা বাড়ি ফিরে যান। কিন্তু BMC-র সাফ বক্তব্য, আইন প্রত্যেকের জন্য একইরকম হওয়া উচিত। তাই আগামী ১৪ দিন তিনজনকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাদের তরফে। সাতদিন পর কোভিড টেস্ট হবে। রিপোর্ট নেগেটিভ এলে তাঁরা বাড়ি যেতে পারবেন।
এর আগে নাইট ক্লাব কিংবা পাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কোনও যাত্রীর বিরুদ্ধে হয়তো প্রথমবার এফআইআর করল BMC। আসলে অতিমারীর নিয়ম পালনে কোনওরকম গাফিলতি বা ঢিলেমি চাইছে না তারা। তাই অভিনেতা হলে পার পাওয়া যাবে, এমনটা ভাবা যে ভুল হবে সেটাই জানান দিলেন পুরনিগম কর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.