Advertisement
Advertisement

Breaking News

Anushka Sharma

অন্যায়ভাবে চাপানো হয়েছে কোটি টাকার কর, সেলস ট্যাক্সের বিরুদ্ধে আদালতে অনুষ্কা

সেলস ট্যাক্সের রিপোর্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অনুষ্কা।

Actor Anushka Sharma Goes To Bombay High Court Over Taxes| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 13, 2023 9:24 am
  • Updated:January 13, 2023 9:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিসাবের বাইরে গিয়ে অতিরিক্ত কর চাপানো হয়েছে! সেলস ট্য়াক্সের ডেপুটি কমিশনারের পাস করা অর্ডারকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অনুষ্কার অভিযোগ, অভিনেত্রী হিসেবে নয়, তাঁর উপরে কর চাপানো হয়েছে প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং অন্যান্য প্রচারমূলক কাজের জন্য। বম্বে হাইকোর্টে জমা দেওয়া পিটিশনে অনুষ্কা জানিয়েছেন, অনুষ্কা তাঁর পারফরমার রাইটস অন্য কাউকে দিয়ে রেখেছেন। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলা। বৃহস্পতিবারের পর পরবর্তী শুনানি হবে ৬ ফেব্রুয়ারি।

সেলস ট্যাক্সের রিপোর্টকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে অনুষ্কা জানিয়েছেন, ২০১২-১৩ সালে তাঁর কাছে ১.০২ কোটির কর চাওয়া হয়েছে, পরের বছরই তা বেড়ে দাঁড়ায় ১.৬। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন বিরাটপত্নী।

Advertisement

[আরও পড়ুন: ঐন্দ্রিলার মৃত্যুর পর অভিনেত্রীর ফেসবুক ব্যবহার করছেন মা শিখা শর্মা! ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ]

প্রসঙ্গত, যদিও ছবির ক্ষেত্রে নিয়ম ভিন্ন। ২০১৩-১৪ অর্থবর্ষে অভিনেত্রীর করের প্রায় ১৭ কোটি টাকার হিসেবে গড়মিল রয়েছে। অন্যদিকে অনুষ্কার দাবি, বিতর্কিত করের ১০ শতাংশ পরিশোধ করা না হলে নতুন করে পিটিশন জমা করার কোনও নিয়ম নেই। অভিনেত্রীর বয়ানে সহমত নয় মুম্বই হাই কোর্ট। তাঁকে নতুন করে পিটিশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: অনুরাগীর আবদার বলে কথা, গভীর রাতে ফ্যানের সঙ্গে দেখা করলেন শাহরুখ!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement