Advertisement
Advertisement

Breaking News

Mahanagar 2

মহানগরের তৃতীয় পর্বে অনির্বাণ ভট্টাচার্য, শুটিং ফ্লোরের ছবি শেয়ার অভিনেতার

কবে আসছে 'মহানগর ৩'?

Actor Anirban Bhattacharya shares Shooting Stills from Mohanagar 3| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 25, 2023 2:15 pm
  • Updated:April 25, 2023 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক আশফাক নিপুণের ‘মহানগর’ সিরিজ প্রথম সিজন থেকেই সারা ফেলেছিল দুই বাংলায়। দর্শকরা অধীর আগ্রহে বসে ছিলেন কবে এই সিরিজের দ্বিতীয় পর্ব আসবে। আর সম্প্রতি দ্বিতীয় পর্ব মুক্তি পেতেই হইচই। ইতিমধ্য়ে ‘মহানগর সিজন ২’-ও সাড়া ফেলেছে। ঠিক এই সময়ই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের হাত ধরে প্রকাশ্য়ে এল নতুন চমক। সোশ্য়াল মিডিয়ায় অনির্বাণ জানালেন, ফের আসবে ‘মহানগর’। আর ‘মহানগর’ সিরিজের তৃতীয় পর্বে থাকবেন তিনিও!

অনির্বাণ সোশ্যাল মিডিয়ায় পরিচালক আশফাক নিপুণের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ”গল্প এখানে শেষ হয়নি! দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি!”

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ে বিশাল বাড়ি কিনলেন আলিয়া, দুটি ফ্ল্যাট উপহার দিলেন বোনকেও! দাম জানেন? ]

‘মহানগর ২’ মুক্তির দিন হইচইয়ে এক আড্ডা জমেছিল। সেখানেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই সিরিজের পরবর্তী পর্বে এন্ট্রি নেবেন অনির্বাণ। সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। রবিবার রাতে সোশ্য়াল মিডিয়ায় ‘মহানগর ২’-এর বেশ কিছু শুটিংয়ের মুহূর্ত পোস্ট করেন অনির্বাণ। সঙ্গে লেখেন খুব শীঘ্রই হইচইয়ে আসবে ‘মহানগর ৩’।

[আরও পড়ুন: ভাগ্যশ্রী ও মণীশ বহেলের মেয়ের সঙ্গে একফ্রেমে সলমন! ‘ম্যায়নে প্যার কিয়া পার্ট টু’ নাকি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement