সুকুমার সরকার, ঢাকা: বারবার বিতর্কে জড়িয়েছে। কখনও আবার ভালকাজের জন্য শিরোনামে উঠে এসেছেন হিরো আলম। তবে তার চালচলন, আচার-ব্যবহার, কথাবার্তা নিয়ে কাঁটাছেঁড়া থামেনি। তাই এবার নিজেকে নতুন করে তৈরি করতে পদক্ষেপ করলেন হিরো আলম। শুরু করলেন পড়াশোনা।
বিষয়টা কী? হিরো আলমের (Hero Alam) কথায়, “আমার বাড়ি উত্তরাঞ্চলের বগুড়া জেলায়। তাই ভাষায় আঞ্চলিকতার টান চলেই আসে। সেটা পালটানোর পরামর্শ দিয়েছেন অনেকে। তাছাড়া আমার উচ্চারণে সমস্যা আছে, সবাই বলে হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। এটাও পারবে। সে জন্য নিজেকে আমি পালটানোর করার চেষ্টা করছি। দেখি কতদূর পারি। আমার কথা নিয়ে যেহেতু মানুষের সমস্যা, তাই সেটাই আগে ঠিক করব।” তিনি আরও বলেন, “অনেকে পরামর্শ দিয়েছেন আমি পড়ালেখা শিখি, সুশিক্ষিত হই। সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে অফিসে শিক্ষক রেখে একটু একটু করে শেখার চেষ্টা করছি। অনেকে আমাকে উন্মুক্ত বিশ্ববিদালয়ে ভরতি হওয়ার পরামর্শ দিয়েছেন। সেটি তো আর আমার পক্ষে সম্ভব না। কারণ আমি নানা কাজে ব্যস্ত থাকি। আমাকে পরিবার চালানোর জন্য আয় করতে হয়।”
হিরো আলম আরও বলেন, “আমি বিশ্বাস করি আমার কিছু দুর্বলতা আছে। সেগুলো পরিবর্তন করলে আর কোনও সমস্যা হবে না। আমাকে নিয়ে কেউ আর কথা বলতে পারবে না। লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছি।” যদিও যে শিক্ষকের কাছে হিরো আলম পড়াশোনা শিখছেন, তাঁর পরিচয় দিতে চান না তিনি। তার কথায়, “শিক্ষকের পরিচয় এখন দিতে চাই না। সময় এলে আমি বলে দেব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.