Advertisement
Advertisement
Ananya Pandey Aditya Roy Kapoor

চুপি চুপি আদিত্যকে নিয়ে গোয়ায় ছুটলেন অনন্যা পাণ্ডে! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন কেন জুটি?

দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে ছাদনাতলায়!

Ananya Panday, Aditya Roy Kapur clicked at Goa airport amid dating rumours| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 2, 2023 9:12 am
  • Updated:September 2, 2023 10:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন অনন্যা পাণ্ডে ও আদিত্য় রায় কাপুর। তবে বলিউড গুঞ্জনে তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়লেও, নিজেরা কিন্তু তা স্বীকার করতে চান না। কিন্তু পাপারাৎজিরা বার বার খপ করে ধরে ফেলেন আদিত্য় ও অনন্যাকে। ঠিক যেমন, গোয়ার বিমানবন্দরে দেখা মিলল জুটিকে। পাপারাৎজিদের ক্যামেরা দেখেই মুখ লুকোলেন আদিত্য ও অনন্যা। নিন্দুকরা বলছেন, গোটা দুনিয়ার কাছে নিজেদের প্রেমকে সামনে আনতে এখনই প্রস্তুত নন তাঁরা। সেই কারণেই এই লুকোছাপা।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনন্যা (Ananya Pandey) ও আদিত্যর (Aditya Roy Kapoor) বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে ছাদনাতলায়। তবে অনন্য়া- আদিত্য় কিন্তু এখনই এসব চাইছেন না। বরং আপাতত এই সম্পর্ককে সময় দিতে চাইছেন। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে এসব নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]

এতদিন শোনা যাচ্ছিল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আপাতত আদিত্যর সঙ্গে প্রেমের স্বপ্নে মজেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা।

[আরও পড়ুন: রবীন্দ্রসংগীতের কথা বদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর! ‘কোনওমতেই রাখা যায় না’, মত কবীর সুমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement