Advertisement
Advertisement

Breaking News

অমিতাভ

কেমন আছেন অমিতাভ? বিগ বি’র শারীরিক অবস্থার কথা জানাল নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ

অমিতাভের দ্রুত আরোগ্য কামনায় রাজনীতিক থেকে বলিউড তারকারা।

Actor Amitabh Bachchan tests Covid positive, here's new update
Published by: Sandipta Bhanja
  • Posted:July 12, 2020 9:49 am
  • Updated:July 12, 2020 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাত সাড়ে ১০টা। ১৩০ কোটি জনগণের বুকে ধুকপুকানি বাড়িয়ে সিনিয়র বচ্চন টুইট করলেন, “আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভরতি হলাম।” তৎক্ষণাৎ নেটদুনিয়ায় একপ্রকার ঝড় উঠে গেল! গোটা দেশ একসুরে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) আরোগ্য কামনায় ব্যস্ত। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ছে বিগ বি’র সোশ্যাল ওয়ালে! তার কিছুক্ষণের মধ্যেই আরেকটা ধাক্কা দিলেন ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বললেন, “বাবা আর আমি দু’জনেই করোনা আক্রান্ত। নানাবতী হাসপাতালে রয়েছি।” প্রবীণ অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন সকলেই। কেমন আছেন অমিতাভ? জানানো হল নানাবতী সুপার স্পেশ্যালিটি হাসপাতালের তরফ থেকে।

হাসপাতাল সূত্রে খবর, “অমিতাভ বচ্চনকে রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসাতেও ভাল সাড়া মিলছে। চিন্তা নেই আপাতত।” কিন্তু শরীরে মৃদু উপসর্গ থাকা সত্ত্বেও হোম আইসোলেশনে না থেকে কেন হাসপাতালে ভরতি হলেন সিনিয়র বচ্চন? অনেকেই সেই প্রশ্ন তুলেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার ‘মেডিক্যাল কোমরবিডিটি’ রয়েছে। যাঁর অর্থ হল, করোনা আক্রান্ত হলেও আগে থেকেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন বিগ বি। আর এমতাবস্থায় তাই তাঁকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: অমিতাভের পর করোনা আক্রান্ত অভিষেকও, জয়াকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা]

এদিকে, অমিতাভ এবং অভিষেক বচ্চনের করোনা ধরা পড়লেও জয়া, পূত্রবধূ অভিনেত্রী ঐশ্বর্যা এবং ছোট্ট আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বচ্চন পরিবারের শুভাকাঙ্ক্ষীদের। প্রসঙ্গত, পরিবারের দুই সদস্যের করোনা আক্রান্ত হওয়ায় জলসা এবং প্রতীক্ষা, বচ্চনদের দু’টি বাংলোই সিল করে দিয়েছে মুম্বই পুরসভা। কনটেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এলাকায়। উপরন্তু, চলছে স্যানিটাইজেশনের কাজ। অভিষেক জানিয়েছেন, মুম্বই প্রশাসনের তরফ থেকেও ক্রমাগত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধনও টুইট করেছেন। লিখেছেন, “গোটা দেশের সঙ্গে আমিও আপনার আরোগ্য প্রার্থনায় যোগ দিলাম। আপনি দেশের অগণিত মানুষের আইডল। দ্রুত সেরে উঠুন। আমরা সকলে আপনার খেয়াল রাখব, খবর নেব।” উল্লেখ্য, গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী জয়া বচ্চনকে ফোন করে খোঁজ নিয়েছিলেন। টুইট করে দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

এদিকে বলিউড তারকারাও আরোগ্য কামনা করে একের পর এক টুইট করে চলেছেন। 

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement