Advertisement
Advertisement
Kolkata Film Festival

সলমন এলেও, কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন না অমিতাভ, থাকবেন কি শাহরুখ?

৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

Amitabh Bacchan and Shahrukh Khan may give it a miss to Kolkata Film festival 2023| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 16, 2023 4:11 pm
  • Updated:November 16, 2023 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকছেন বলিউডের ভাইজান সলমন খান। এ খবর আগেই জানা গিয়েছিল। তবে চলচ্চিত্র উৎসবে সলমন আসলেও, এবারের সিনে উৎসবে আসতে পারছেন না বাংলার জামাই অমিতাভ বচ্চন। বেশ কয়েক বছর ধরেই মমতার নিমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলোকিত করেন বলিউডের বিগ বি। বাংলায় বক্তব্যও পেশ করেন। যে কলকাতা থেকে তাঁর কেরিয়ার শুরু, সেই শহরের প্রতি ভালোবাসাও উজাড় করে দেন চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে। এমনকী, জুলাই মাসে মমতা বন্দ্য়োপাধ্যায় যখন মুম্বইতে গিয়েছিলেন, ‘দিদি’কে তাঁর বাড়ি জলসায় আমন্ত্রণ করেছিলেন বিগ বি। নানা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আড্ডাও দিয়েছিলেন। তখনও বিগ বিকে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, শারীরিক অসুস্থতার জন্য়ই এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকতে পারবেন না অমিতাভ। অন্যদিকে আবার সূত্র থেকে জানা গিয়েছে শাহরুখেরও চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা কম। তবে শাহরুখের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও কিছু নিশ্চিত করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: বিরাটের বায়োপিকে রণবীর কাপুর! সৌরভের চরিত্র ফসকানোর পর সুবর্ণ সুযোগ, কী বললেন?]

আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন থেকেই উত্তেজনার পারদ চড়েছে সিনেপ্রেমীদের মধ্যে। শীতের শহরে ছবির এই উৎসবে নন্দন হয়ে উঠবে সিনেমার তীর্থক্ষেত্র। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট। বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক বিনোদুনিয়ার খ্যাতনামা ব্যক্তিত্বরাও হাজির থাকেন এই উৎসবে।

[আরও পড়ুন: চক দে ইন্ডিয়া! ভারতের বিশ্বজয়ের আশায় বিরাট মন্ত্র দিলেন ‘ক্যাপ্টেন কবীর’ শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement