সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার (Indian Army) কিংবদন্তি ‘কার্তুজ সাহিবে’র চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বিজয়া দশমীতেই দিলেন এই খবর। প্রকাশ করলেন নিজের নতুন ছবি ‘গোর্খা’র ফার্স্ট লুক পোস্টার।
মেজর জেনারেল ইয়ান কার্ডোজো (Ian Cardozo)। প্রাক্তন এই সেনা অফিসারকেই ‘কার্তুজ সাহিব’ বলা হয়। ভারতীয় সেনার প্রথম অফিসার যিনি যুদ্ধে অঙ্গহানি হওয়ার পরও ব্রিগেড ও ব্যাটালিয়ানের নেতৃত্ব দিয়েছেন। সেনার এমন একজন কিংবদন্তির জীবন বড়পর্দায় ফুটিয়ে তুলতে মুখিয়ে রয়েছেন অক্ষয় কুমার। পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, “কখনও কখনও এমন কাহিনি আসে যা শুনেই সিনেমা তৈরি করতে ইচ্ছে করে। কিংবদন্তি মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর বায়োপিক গোর্খা এমন একটি ছবি। এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করে আমি গর্বিত।”
Sometimes you come across stories so inspiring that you just want to make them. #Gorkha – on the life of legendary war hero, Major General Ian Cardozo is one such film. Honoured to essay the role of an icon and present this special film.
Directed By – @sanjaypchauhan pic.twitter.com/4emlmiVPPJ
— Akshay Kumar (@akshaykumar) October 15, 2021
অক্ষয়ে ‘গোর্খা’ (Gorkha) ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন সঞ্জয় পূরণ সিং চৌহান। দু-দু’টি জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। একটি প্রথম ছবি ‘লাহোর’-এর জন্য, অন্যটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘বাহাত্তর হুরেঁ’র জন্য। ছবিটি প্রযোজনা করছেন আনন্দ এল. রাই এবং হিমাংশু শর্মা।
ছবির দু’টি পোস্টাই খুকরি হাতে দেখা যাচ্ছে অক্ষয়কে। শোনা যায়, একাত্তরের যুদ্ধে ল্যান্ডমাইনে পা পড়ে গিয়েছিল ইয়ান কার্ডোজোর। গুরুতর জখম হন তিনি। গ্যাংরিন হওয়া আটকাতে খুকরি দিয়ে নিজের পা কেটে দিয়েছিলেন। পরে তাঁর ব্যাটালিয়ান পাক সেনার সার্জন মেজর মহম্মদ বশিরকে ধরে আনেন। তাঁকে দিয়ে কার্ডোজোর চিকিৎসা করানো হয়। হয়তো সেই কারণেই খুকরি হাতে পোস্টারের জন্য পোজ দিয়েছেন অক্ষয়। স্বাধীনতা দিবসের অবসরে মুক্তি পাবে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.