সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ ভাইরাসের সম্মুখীন হয়ে দিনরাত প্রাণপাত করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। গোটা দেশবাসী যখন হোম কোয়ারেন্টাইনে। তখন ওঁদের কিন্তু ছুটি নেই! পরিবার পরিজন ছেড়ে সদা কর্তব্যে অবিচল। দেশের সেবায়, দশের স্বার্থে যাঁরা এভাবে লড়ে যাচ্ছেন, তাঁদেরকেই কিনা হেনস্তার শিকার হতে হচ্ছে কখনও সাধারণ মানুষের হাতে, আবার কখনও বা সমাজের রক্ষক পুলিশদের হাতে! সম্প্রতি, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী তথা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে গোটা দেশ থালা-বাসন বাজিয়েছে, হাততালি দিয়েছে। আর এখন কিনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক হেনস্তার মতো লজ্জার ছবি উঠে আসছে! স্বাস্থ্যকর্মীদের হেনস্তার প্রতিবাদেই গর্জে উঠলেন অভিনেতা অজয় দেবগন।
অজয়ের কথায়, “আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষেরাই তাঁদের প্রতিবেশী ডাক্তারদের হেনস্তা করছে। সংবাদমাধ্যমে যা সব দেখছি তাতে প্রচণ্ড বিরক্ত এবং ক্ষিপ্ত আমি। এরাই সবথেকে জঘন্য অপরাধী।” চিকিৎসকদের হেনস্তার অভিযোগ উঠেছে দিল্লি, হরিয়ানা, ভোপাল, হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দিন কয়েক আগের কথা। ভোপালে দুই জুনিয়র ডাক্তার ডিউটি সেরে সবে হাসপাতাল থেকে বেরিয়েছেন। তাঁদের পুলিশ দেখেই পুলিশ মারতে শুরু করে। পরিচয়পত্র দেখিয়েও লাভ হয়নি। উলটে তাঁদের কপালে জুটেছে তিরস্কার- ডাক্তার তো এখন বাইরে কি করছেন, ভিতরে গিয়ে মানুষের সেবা করুন? এও শুনতে হয়েছে যে, আপনাদের মতো ডাক্তারদের জন্যই দেশে করোনা ছড়াচ্ছে। বলেই দুই জুনিয়র ডাক্তারকে লাঠি দিয়ে মারতে শুরু করে। পুলিশের হাত থেকে ছাড় পাননি মহিলা চিকিৎসকও।
পরের ঘটনা, দিল্লির। সফদরজঙ্গ হাসপাতালের দুই মহিলা চিকিৎসক বাজারে গিয়েছিলেন আনাজপাতি কিনতে। সেই সময়ই এক ব্যক্তি তাঁদের দেখে মন্তব্য করেন, তাঁরা নাকি করোনা ছড়াতে বেরিয়েছে। এরপরই শুরু হয় মারধর। এখানেই শেষ নয়, দেশের বিভিন্ন শহরে কর্তব্যরত চিকিৎসকদের বের করে দেওয়া হয়েছে তাঁদের ভাড়া বাড়ি থেকে! এমন কঠিন পরিস্থিতিতে যাঁরা নিজের জীবন বাজি রেখে কাজ করছেন, তাঁদের প্রতি আক্রমণের এহেন অমানবিক চিত্র বারবার দেশে ফুটে উঠছে। আর এই বিষয়েই মুখ খুলেছেন অজয় দেবগন। অভিনেত্রী হেমা মালিনিও চিকিৎসক হেনস্তার তীব্র নিন্দা করেছেন।
DISGUSTED & ANGRY to read reports of “educated” persons attacking doctors in their neighbourhood on baseless assumptions. Such insensitive people are the worst criminals😡#StaySafeStayHome #IndiaFightsCorona
— Ajay Devgn (@ajaydevgn) April 12, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.