Advertisement
Advertisement

Breaking News

অভিষেক চট্টোপাধ্যায়

লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকার বালাই নেই! প্রশ্নের মুখে অভিনেতা অভিষেকের দায়িত্ববোধ

জিৎ-মিমির সঙ্গেই লন্ডনে 'বাজি'র শুটিংয়ে গিয়েছিলেন।

Actor Abhishek Chatterjee faces Corona hit after returning from London
Published by: Sandipta Bhanja
  • Posted:March 20, 2020 4:53 pm
  • Updated:March 20, 2020 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রযোজক-অভিনেতা জিৎ মদনানির ‘বাজি’র গোটা টিম। বিলেত থেকে কলকাতায় পা রেখেই দুই তারকাই যেখানে বাড়িতে ব্যক্তিগতভাবে কোয়ারেন্টাইনে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে তাঁদের টিমে থাকা আরেক খ্যাতনামা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় বাড়িতে সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। আর সেখানেই উঠছে প্রশ্ন। এরকম বড়োমাপের একজন অভিনেতা বিশ্বজুড়ে করোনা ত্রাসের মাঝেই কীভাবে এমন উদাসীনতা দেখাতে পারেন? ঘনিষ্ঠ মহলেও প্রশ্ন তুলেছেন অনেকেই।

ভারত যেখানে করোনার তৃতীয় স্টেজে পৌঁছনোর পথে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে জারি হয়েছে বিশেষ সতর্কতা। করোনা মোকাবিলায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বিশেষ সাবধানতা অবলম্বন করেছেন, বিদেশ থেকে ফিরলেই যেখানে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, সে পরিস্থিতিতে কীভাবে সেসব সাবধানবাণী লঙ্ঘন করে বাড়িতে সবার সঙ্গে কাটাচ্ছেন অভিষেক চট্টোপাধ্যায়, প্রশ্নের মুখে অভিনেতার দায়িত্বজ্ঞান! উপরন্তু কোনও এক অনুষ্ঠানেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগে অঞ্জন দত্তও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠান করে দেশে ফেরার পরই বিমান বন্দর থেকে রাতে সোজা চলে গিয়েছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। সূত্রের খবর, সেখানে তিনি গানও গেয়েছেন। এই বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে, সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে বিমানবন্দরে থার্মাল চেকআপ রিপোর্টে তাঁর সবকিছুই নরম্যাল ছিল, তাই তিনি সেখানে গিয়েছিলেন। সেই একই সুর শোনা গিয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের গলাতেও। অভিষেকও জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাঁরাই অভিষেককে বাড়ি চলে যাওয়ার কথা বলেন। উপরন্তু, তিনি এও দাবি করেন যে তাঁর শরীরে কোনও ভাইরাস নেই। তাই তিনি নিজেকে গৃহবন্দী রাখেননি।

[আরও পড়ুন:  করোনা আক্রান্ত ‘গেম অফ থ্রোনস’ খ্যাত ইন্দিরা বর্মা, কোয়ারেন্টাইনে অভিনেত্রী]

কিন্তু রাজ্যের রিপোর্ট বলছে, বিদেশ থেকে ফেরার দিন কয়েক পরই করোনা আক্রান্ত দুই তরুণের মধ্যে নানা উপসর্গ দেখা দিয়েছে। আর শুধু রাজ্যই কেন, এখনও পর্যন্ত গোটা বিশ্বের রিপোর্টের সিংহভাগের ক্ষেত্রেই দেখা গিয়েছে বিদেশ দু’চার দিন পর থেকেই উপসর্গ আরও প্রকট হয়েছে, সেক্ষেত্রে অভিষেক চট্টোপাধ্যায়ের বিদেশ থেকে ফেরার পর এখনও কিন্তু সবে দিন ২ গিয়েছে! সেখানে কোয়ারেন্টাইনে না থেকে তিনি বাড়ির সব সদস্যদের সঙ্গে মেলামেশা করছেন। কেন বারবার তারকাদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ? প্রশ্ন তুলছেন অনেকেই।

[আরও পড়ুন:  করোনা সতর্কতা: নিষেধাজ্ঞা অমান্য করে জিমে? শাহিদ কাপুরকে নোটিস পাঠাল মুম্বই পুরসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement