সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকটা দিন বাকি মুক্তির। অগ্রিম বুকিং শুরু হল বলে। এর মধ্যেই প্রকাশিত হল প্রভাস, কৃতী, সইফের ‘আদিপুরুষ’ ছবির নতুন ট্রেলার (Adipurush Action Trailer)। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন পরিচালক ওম রাউত ও নায়ক প্রভাস।
মুক্তির আগে থেকেই ‘আদিপুরুষ’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনার আঁচ তিরুপতির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও দেখা গেল। কাতারে কাতারে মানুষ এসেছিলেন নতুন অ্যাকশন ট্রেলার দেখতে। ভিডিও শুরু হয় সীতা অপহরণের ঘটনা দিয়ে। জানকীকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন রাঘব। গেরুয়া পতাকা নিয়ে বানরসেনাকে সঙ্গী করে লঙ্কার উদ্দেশে রওনা দেয়। তারপর শুরু হয় রাম ও রাবণের যুদ্ধ। ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার প্রভাস (Prabhas)। সীতা অর্থাৎ জানকীর চরিত্রে কৃতী স্যানন (Kriti Sanon)। সইফ আলি খান হয়েছেন লঙ্কেশ।
‘জয় শ্রীরাম’ বলেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কথা শুরু করেন প্রভাস। বেশি কথা বলার মানুষ নন তিনি। এমন চরিত্রে অভিনয় করে তিনি কতটা কৃতজ্ঞ শুধু সেটুকু জানান। প্রভাস মাইক রাখতেই কৃতী বলতে শুরু করেন। সহ-অভিনেতাকে রামচন্দ্রের সঙ্গেই তুলনা করেন তিনি। প্রভাস কতটা সহজ-সরল তাও জানান কৃতী।
উল্লেখ্য, ‘আদিপুরুষ’-এর শুটিং শুরুর সময় থেকেই প্রভাস-কৃতীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। দুই তারকার অফস্ক্রিন রসায়ন নিয়ে নানা কানাঘুষো হয়েছে। সেই রসায়ন ট্রেলার লঞ্চেও যেন দেখা গেল। সে যাই হোক, আপাতত ১৬ জুন ‘আদিপুরুষ’-এর মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.