সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। বিগত ৬ দিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে। এরপর শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা প্রভাত রায়কে (Prabhat Roy)। তবে কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। ফলে চিকিৎসকদের পরামর্শে বুধবার সন্ধেয় এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রভাত রায়কে। সমাজ মাধ্যমের পাতায় প্রবীণ পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তাঁর আত্মজীবনীর সহলেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভর্ট্টাচার্য।
নিঃসঙ্গ প্রভাতবাবুর দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা। বাবা বলেও ডাকেন তাঁকে। নিঃসন্তান পরিচালকের কাছেও একতা মেয়ের মতোই। তিনিই পরিচালকের হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিলেন। একতা জানিয়েছেন, বুধবার রাতেই সেই বেসরকারি হাসপাতালে প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পরিচালক আপাতত ভালো রয়েছেন।
গতবছরও উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রবীণ পরিচালককে হাসপাতালে ভর্তি করেছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী ও হরনাথ চক্রবর্তী। প্রায় দেড় সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন প্রভাত রায়। এবারও যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই প্রার্থনাই করছে ঘনিষ্ঠমহল। দিন কয়েক বাদেই প্রভাত রায়ের আত্মজীবনী মুক্তি পাচ্ছে। শরীর ঠিক থাকলে সেই অনুষ্ঠানেও যোগ দিতে পারেন প্রবীণ পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.