Advertisement
Advertisement

Breaking News

Bangladesh Movie Shooting

শুটিংয়ে দুর্ঘটনা, আহত অপূর্ব-ফারিন-পাভেল, এখন কেমন আছেন বাংলাদেশের তিন তারকা?

স্কুটি চালানোর দৃশ্যের শুটিং করতে গিয়েই বিপত্তি।

Accident in Bangladesh Movie Shooting, Ziaul Faruq Apurba And Tasnia Farin, Pavel reportedly injured
Published by: Suparna Majumder
  • Posted:December 14, 2024 7:26 pm
  • Updated:December 14, 2024 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে বাংলাদেশের তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন ও সাইদুল রহমান পাভেল। শুক্রবার এই ঘটনা ঘটে। আহত তারকাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন তিনজন? জানালেন পরিচালক কাজল আরেফিন অমি।

কাজলের পরিচালনাতেই ‘হাউ সুইট’ সিনেমার শুটিং করছিলেন পাভেল, ফারিন, অপূর্বরা। কী হয়েছিল? ফেসবুকে সেকথা জানিয়ে বাংলাদেশি পরিচালক লেখেন, একটু স্কুটি চালানোর দৃশ্যের শুটিং করা হচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, হাতে ব্যথা পেয়েছিলেন অপূর্ব। হাসপাতালে যাওয়ার পর জানা যায়, তাঁর হাড়ে কোনও ক্ষতি হয়নি।

Advertisement

তবে পাভেল ও ফারিন গুরুতরভাবে আহত হন। ফারিনের হাতে ও পায়ের কিছু অংশ কেটে গিয়েছে। পাভেলের অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। তবে এখন তিনি বিপন্মুক্ত। শুধু বুকে ব্যথা রয়েছে। ঠিকভাবে কথা বলতে পারছেন না। শনিবার হয়তো পাভেলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাকি দুজন শুক্রবারই বাড়ি ফিরে গিয়েছেন বলে খবর।

ফেসবুকে পরিচালক কাজল লেখেন, ‘…ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি, আর করছি সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যাঁরা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে। হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কীভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে। প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement