Advertisement
Advertisement

Breaking News

Oscar

ফের অস্কার মঞ্চে বাতিল জেলেনস্কির ভাষণ, নেপথ্যে কী কারণ?

গতবছরও অস্কারে বলতে দেওয়া হয়নি জেলেনস্কিকে।

Academy rejects Ukrainian President Volodymyr Zelenskyy's request to speak at Oscars| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 10, 2023 2:35 pm
  • Updated:March 10, 2023 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কার থেকে বাদ গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবারের অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডসের সন্ধেতে ভার্চুয়ালি বক্তব্য় পেশ করার কথা ছিল জেলেনাস্কির। তবে জানা গিয়েছে, অস্কারের সন্ধেতে তাঁর বক্তব্য পেশের অনুরোধকে বিশেষ পাত্তা দেওয়া হয়নি অ্যাকাডেমির তরফ থেকে। বাতিল করে দেওয়া হয়েছে জেলেনাস্কির অনুরোধ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ডব্লিউএমই পাওয়ার এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন অ্যাকাডেমির কাছে। কিন্তু সঙ্গে সঙ্গে অস্কার কর্তৃপক্ষ এটি প্রত্যাখ্যান করে দেয়। কেন এ অনুরোধ ফিরিয়ে দেওয়া হল সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অ্যাকাডেমির তরফ থেকে।

Advertisement

[আরও পড়ুন: হে বন্ধু বিদায়! সতীশ কৌশিকের দেহ ছুঁয়ে বুকফাটা কান্না অনুপম খেরের, ভিডিও ভাইরাল ]

তবে এই প্রথম নয়,  গতবছরও অস্কারে বলতে দেওয়া হয়নি জেলেনস্কিকে। গত বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল অস্কারের প্রডিউসার উইল প্যাকারের আপত্তির কারণে। হলিউডে ইউক্রেন যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার মানুষ। বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ চললেও বর্ণবৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনও নজর দেয়নি।

[আরও পড়ুন: ফের ছোটপর্দায় আবির চট্টোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা যাবে টলি অভিনেতাকে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement