Advertisement
Advertisement

Breaking News

Raktabeej Abir Chatterjee

চলন্ত নাগরদোলা থেকে ঝাঁপ, ৬ ফিটের লং জাম্প! দুর্ধর্ষ ফিটনেস মন্ত্র জানালেন ‘উড়ন্ত’ আবির

'রক্তবীজ' ছবিতে দুঁদে আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করতে কতটা কসরত করেছেন অভিনেতা?

Abir Chatterjee's action avatar in Raktabeej, shares Fitness mantra | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 1, 2023 7:04 pm
  • Updated:October 1, 2023 7:08 pm  

সন্দীপ্তা ভঞ্জ: এই চলন্ত নাগরদোলা থেকে ঝাঁপ দিচ্ছেন, তো পরের শটেই সকলকে হতবাক করে দিয়ে ৬ ফিটের লং জাম্প দিতে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে এমন তুখড় অ্যাকশন অভিনেতা হিসেবেই ধরা দিয়েছেন অভিনেতা। আর এমন সব রোমাঞ্চকর দৃশ্যের অভিনয়ে কোনও বডি ডবলও প্রয়োজন পড়েনি আবিরের।

‘রক্তবীজ’ ছবিতে দুঁদে আইপিএস অফিসার পঙ্কজ সিংহর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও পুলিশকে ঠিক যতটা তটস্থ থাকতে হয়, ‘রক্তবীজ’ (Raktabeej) ছবির শুটিংয়েও ঠিক ততটাই সজাগ, সচেতন থাকতে হয়েছিল আবির চট্টোপাধ্যায়কে। আর তাঁর এই চরিত্রের অতিরিক্ত এক্স ফ্যাক্টর অ্যাকশনের মারপ্যাঁচ। যে পরীক্ষায় দারুণভাবে উতরে গিয়েছেন অভিনেতা। আবির চট্টোপাধ্যায়ের ক্ষুরধার ফাইটিং সিকোয়েন্স দেখে নাকি তারিফ করেছিলেন খোদ ফাইট মাস্টার।

Advertisement

Abir Chatterjee as rough and tough IPS officer in Nandita Roy-Shiboprosad Mukherjee directorial Raktabeej

‘রক্তবীজ’-এর একটা দৃশ্যে চলন্ত নাগরদোলা থেকে ঝাঁপ দিয়ে শত্রুকে কাবু করতে হয়েছে আবিরকে। শুধু তাই নয়, ৬ ফিট উচ্চতার বাঁশের বেড়াও টপকাতে হয়েছে। বড়পর্দায় দর্শকদের জন্য এমন আরও সারপ্রাইজ থাকছে অভিনেতার তরফে। এমন দুঁদে মারকাটারি ফিট পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে কতটা কসরত করতে হয়েছিল আবির চট্টোপাধ্যায়কে?

[আরও পড়ুন: বারাকপুরের রাজনৈতিক উত্তাপ এবার ওয়েব সিরিজে! সোহেলের পরামর্শদাতা অর্জুন সিং]

সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে অভিনেতা জানালেন, “অভিনয় পেশার সঙ্গে যুক্ত থাকা মানেই সবসময়ে নিজেকে ফিট রাখা। শুধু সুন্দর দেখতে হলেই তো চলবে না। চরিত্রের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে হবে। নিত্যদিন জিমে না গেলেও শরীরচর্চা করি। বরং ভালোবাসি সুস্বাস্থ্য বজায় রাখতে। আইপিএস অফিসার পঙ্কজ সিংহর চরিত্রের জন্য আলাদা করে তেমন কড়া ডায়েটে থাকতে হয়নি ঠিকই, তবে শরীরচর্চা জারি রাখায় এক্ষেত্রে অনেকটা বাড়তি সুবিধেই হয়েছে। সেটা আমার ক্ষেত্রেও। মিমির (চক্রবর্তী) ক্ষেত্রেও।”

প্রসঙ্গত, পুজো উপলক্ষে ১৯ অক্টোবর রিলিজ করছে রক্তবীজ। যে ছবিতে মিমি-আবিরের পাশাপাশি দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, দেবলীনা কুমার, দেবাশীষ মণ্ডলের মতো বহু অভিনেতাকে।  

[আরও পড়ুন: ‘স্বাস্থ্য’ উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট! দেবের ড্যামেজ কন্ট্রোল, ‘আমার বাংলা নিয়ে…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement