সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পর্দায় ফেলুদা, ব্যোমকেশের রমরমা। কিরীটী রায়, সোনাদা, মিতিন মাসিদেরও দেখা গিয়েছে। এবার পালা দীপক চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, স্বপনকুমারের গোয়েন্দা চরিত্র হয়ে সিনেমার পর্দায় আসছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। জানুয়ারি মাসেই মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’। প্রকাশ্যে ছবির ট্রেলার।
“নস্ট্যালজিয়ায় ভরপুর.. আসছে দীপক চ্যাটার্জী। দু’হাতে দুটো পিস্তল, আর এক হাতে টর্চ!”, এই কথা লিখেই ছবির মোশন পোস্টার প্রকাশ করেছিলেন আবির। ট্রেলারে অভিনেতার দুটি সত্ত্বা দেখা গেল। একজন চূড়ান্ত হতাশ এবং তাঁর প্রতি কথায় ব্যঙ্গের সুর। অন্যজন আবার আত্মবিশ্বাসে ভরপুর গোয়েন্দা। সূত্রধর হিসেবে পরাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে।
গল্প অনুযায়ী, শহরে বাদামী হায়নার উৎপাত। আর এই গ্যাং বেশ বিপজ্জনক বলেই খবর। এমন গ্যাংয়ের হাত থেকে শহরকে একজনই বাঁচাতে পারে। হ্যাঁ, দীপক চট্টোপাধ্যায়। তথাকথিত ‘বটতলার ডিটেক্টিভ’। সেই চরিত্রেই এবার মারকাটারি অ্যাকশনের মেজাজে আবিরকে দেখা যাচ্ছে।
View this post on Instagram
এর আগে ব্যোমকেশ ও সোনাদা হিসেবে দর্শকদের মন জয় করেছেন আবির। এবার কি দীপক চট্টোপাধ্যায় হয়ে তিনি শহরকে ‘বাদামী হায়নার কবল’ থেকে শহরকে বাঁচাতে পারবেন? উত্তর মিলবে আগামী ১২ জানুয়ারি। সেদিনই মুক্তি পাবে ছবিটি। আবির ও পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌতম হালদার, শ্রুতি দাস, লোকনাথ দে, প্রতীক দত্তর মতো অভিনেতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.