Advertisement
Advertisement

Breaking News

Abir Chatterjee

হিন্দি সিরিজে আবিরের অভিষেক, ‘অবরোধ সিজন ২’-এ নোট বাতিলের কিস্সা, দেখুন টিজার

সিরিজে সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন আবির।

Abir Chatterjee in hindi web series Avrodh Season 2, see teaser | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 18, 2022 10:21 am
  • Updated:May 18, 2022 10:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা অফিসারের ভূমিকায় হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee)। সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের ‘অবরোধ সিজন ২’ (Avrodh Season 2) সিরিজে সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে টলিউড তারকাকে। প্রকাশ্যে আগাম ঝলক।

Abir Chatterjee

Advertisement

২০২০ সালের ৩০ জুলাই সোনি লিভ OTT প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘অবরোধ: দ্য সিজ উইদিন’। সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সিরিজটি। মুখ্য় ভূমিকায় অভিনয় করেন অমিত সাধ, নীরজ কবি, বিক্রম গোখেল, দর্শন কুমার, অনন্ত মহাদেবন, মধুরিমা তুলি। সেই সিরিজের দ্বিতীয় মরশুমেই সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন আবির। নিজেই সিরিজের টিজার প্রকাশ করেছেন টলিউড তারকা। 

Actor Abir

[আরও পড়ুন: প্রেমিকার বান্ধবীদেরই পছন্দ ছিল ‘প্লেবয়’ সাগ্নিকের, বিপুল খরচের অর্থ আসত ভুয়ো সেন্টার থেকে!]

 বাংলা টেলিভিশনের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আবির। ‘ক্রস কানেকশনে’র মতো সিনেমার মাধ্যমে বড়পর্দার সফর শুরু করেন। অল্প সময়ের মধ্যেই সিনেমার পর্দায় ব্যোমকেশ হয়ে ওঠেন। অভিনয়ের জোরেই দর্শকদের মনে জায়গা করে নেন। ‘আবর্ত’, ‘রাজকাহিনি’, ‘বিসর্জন’, ‘বিজয়া’র মতো সিনেমা রয়েছে আবিরের ঝুলিতে। শেষ ‘আবার বছর কুড়ি পরে’ দেখা গিয়েছিল অভিনেতাকে।

Abar Bochhor Koori Pore 2

তবে ওয়েব সিরিজে এতদিন সেভাবে দেখা যায়নি আবিরকে। এবার সেই ঘাটতি পূরণ হতে চলেছে। সিরিজের আগাম ঝলকে সেনা অফিসার হিসেবেই দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। যা বোঝা যাচ্ছে, তাতে নোট বাতিলের মতো বাস্তব কাহিনি উঠে আসবে রাজ আচার্য পরিচালিত সিরিজে। আবির ছাড়াও সিরিজে রয়েছেন সঞ্জয় সুরি, নীরজ কবি, আহানা কুমরা, অনন্ত মহাদেবন, রাজেশ খট্টর, মোহন আগাসের মতো অভিনেতা। কবে থেকে সোনি লিভ প্ল্যাটফর্মে সিরিজটি দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে আগাম ঝলক দেখে আবিরের প্রশংসায় পঞ্চমুখ টলিউড তারকারা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee)

[আরও পড়ুন: ‘বলিউড তারকাদের আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই’, ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement