Advertisement
Advertisement
Saif Ali Khan Abhishek Roy

‘দিওয়ালির সাজে চাই বাঙালিয়ানা’, কলকাতার পোশাকশিল্পীর কাছে আবদার নবাব সইফের

অভিষেক রায়ের ডিজাইন করা পোশাকে সাজবেন সইফ আলি খান।

Abhishek Roy to design Saif Ali Khan's Diwali dress | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 1, 2023 7:25 pm
  • Updated:November 1, 2023 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি যোগ তো আছেই। মা শর্মিলা ঠাকুর পরিবারের মেয়ে। তবে তিনিও নবাব। কিন্তু হাজার হোক, মাতুলালয় সূত্রে কোথাও গিয়ে বাংলার প্রতি টান তো আছেই, নইলে এবার দীপাবলির ফ্যাশনের জন্য কলকাতার পোশাকশিল্পীর ডাক পড়ে? এবার দিওয়ালিতে সইফ আলি খানের (Saif Ali Khan) চাই আদ্যোপান্ত বাঙালি সাজ। আর সেই প্রেক্ষিতেই ফোন করে ডেকে পাঠালেন বাংলার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে। ‘বহুরূপী’ টিম যে এমন সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা, তা বলাই বাহুল্য।

দীপাবলিতে সইফ আলি খান সাজবেন অভিষেকের (Abhishek Roy) ডিজাইন করা পাঞ্জাবিতে। সম্প্রতি সইফ-করিনার বান্দ্রার বাড়িতেও গিয়েছিলেন শিল্পী। আর সেখান থেকেই অনুরাগীদের অতি পরিচিত বারান্দা থেকে বলিউড নবাবের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি। অভিষেক সংবাদমাধ্যমকে জানান, এবছর সইফ তাঁর দিওয়ালির পোশাকে বাঙালি ছোঁয়া চান। তাই পোশাকের দায়িত্ব দিয়েছেন অভিষেক রায়কে। তাঁর কাজ নাকি বেশ পছন্দ শর্মিলাপুত্রর।

Advertisement

[আরও পড়ুন: আম্বানিদের পার্টি ‘প্রিয়াঙ্কাময়’, রাতে চুপচাপ এলেন আর বেরিয়ে গেলেন শাহরুখ!]

পোশাকশিল্পী জানালেন, সইফের আবদার মতোই সাবেকি ছোঁয়া রেখে পোশাক তৈরি করবেন তিনি। শুধু তাই নয়, সইফের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গিয়েছেন অভিষেক রায়। উল্লেখ্য, আগামী শুক্রবার মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র কস্টিউম ডিজাইনের দায়িত্বে ছিলেন অভিষেক। নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত যে ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তীও। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন বাংলার ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। সিনেমার প্রচারের জন্যই তিনি আপাতত রয়েছেন মায়ানগরীতে। আর এর মাঝেই সইফ আলি খানের দিওয়ালির পোশাক ডিজাইন করার দায়িত্ব পেলেন তিনি।

[আরও পড়ুন: কাপুর পরিবারের ‘সংস্কারি বউমা’, শাশুড়ি নীতুর সঙ্গে কুমারি পুজো আলিয়া ভাটের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement