Advertisement
Advertisement
Abhishek Banerjee

অভিষেকের পছন্দের তালিকায় অরিজিতের ৩টি গান, রয়েছে শাহরুখ-দীপিকার ‘বেশরম’ও

মোট ২৫ টি গানের উল্লেখ করেছেন অভিষেক।

Abhishek Banerjee share his Favorite Song list | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 29, 2022 9:25 pm
  • Updated:December 29, 2022 11:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো নিয়ে রাজ্যে বাকবিতণ্ডা তুঙ্গে। ফেব্রুয়ারিতে ইকো পার্কে হচ্ছে না অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। অনুষ্ঠানের অনুমতি পেতে আবেদনই করেননি আয়োজকরা। বুধবার সাফ একথা জানালেন হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে ইকো পার্কের বদলে, আয়োজকরা চাইলে নিক্কো পার্ক বা অ্যাকোয়াটিকাতে কনসার্টের আয়োজন করা যেতে পারে বলেও জানিয়েছেন ববি। এদিকে আয়োজকরা বলছেন, ইতিমধ্যেই ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এত দর্শককে নিক্কো পার্ক বা অ্যাকোয়াটিকাতে জায়গা দেওয়া সম্ভব নয়। সবমিলিয়ে অরিজিতের কনসার্ট ঘিরে ধোঁয়াশা অব্যাহত রইল এদিনও।

 এরই মাঝে এ বছরের পছন্দসই গানের তালিকা প্রকাশ করে তাক লাগালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর পছন্দের তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের গাওয়া মোট তিনটি গান। ‘কেসরিয়া’, ‘দিল অটক গয়া’, ‘অবশেষে’। তেমনই রয়েছে এই মুহূর্তে যে গান নিয়ে তোলপাড় সারা দেশ অর্থাৎ শাহরুখ খানের ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’। তাও অভিষেকের বেশ পছন্দ। অন্তত, টুইটারে প্রকাশ হওয়া তালিকা এমনটাই বলছে।

Advertisement

[আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হলে এই ভিডিও দেখবেন না! ‘পাঠান’কে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর]

 এ সব গান ছাড়া অভিষেকের আর কী গান পছন্দ?

টুইটারে মোট ২৫ টি গানের উল্লেখ করেছেন অভিষেক (Abhishek Banerjee)। ২০২২ সালে এই ২৫ টি গানেই যে তিনি মজে ছিলেন, তা স্পষ্ট করেছেন এই তালিকায়। অভিষেকের এই পছন্দের গানের তালিকা বেশ রকমারি। যেমন রয়েছে বলিউড সিনেমার গান, তেমনি রয়েছে টলিউড। রয়েছে লোকগীতিও। এমনকী, শ্রীলঙ্কার ভাইরাল কন্যা ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’ গানও জায়গা পেয়েছে অভিষেকের পছন্দের তালিকায়। 

তালিকায় রয়েছে, জাঙ্ক কুকের ‘ড্রিমার্স’, প্রতীক কুহারের ‘ফেভারিট পিপস’, সিদ্ধার্থ সেলথিয়ার ‘হ্য়ায় আপনা দিল তো আওয়ারা’, সভেরা ও সালমলির ‘বেকাবু’, কিংয়ের ‘মন মেরি জান’, রাহুল দত্তর ‘মা’, শিবমের ‘বন্দে’, কিংয়ের ‘এক তরফা’, ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচীর ‘একলা চলো রে’, আরমান মালিকের ‘ইউ’, দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের ‘আমাকে নাও’, অদিতি মুন্সির ‘ও আমার দেশের মাটি’, মোহন কান্ননের  ‘কাহানি’, ওয়ান রিপাবলিকের ‘আই এইনট ওয়ারিড’। তালিকায় রয়েছে ‘বেলা চাও’। বাদ পড়েনি ‘তোমায় হৃদ মাঝারে রাখব’, বাবা বেবি ও ছবির ‘এই মায়াবী চাঁদের রাতে’, অমর জালাল, ইয়োহানির ‘জেহদা নেশা’র মতো গান।

পছন্দের গান টুইট করে অভিষেক লিখলেন, ”সংগীত পৃথিবীকে আরও সুন্দর করেছে। এই বছর যে সব গান শুনে আমি মুগ্ধ হয়েছি, তারই ঝলক রইল। আশা করব আপনাদেরও এই গান পছন্দ।”

[আরও পড়ুন: ‘রবীন্দ্রসদনে আমার নাটক আছে, এসে মেরে যান!’ শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন অনির্বাণ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement