Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan

ক্লাস টেনও পাশ করেননি, সোশ্যাল মিডিয়ায় মার্কশিট পোস্ট করলেন অভিষেক বচ্চন

কেন তাঁর উদ্দেশে এমন প্রশ্ন নেটিজেনদের, জানেন?

Abhishek Bachchan, Yami Gautam, Nimrat Kaur reveal first looks of 'Dasvi' | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 23, 2021 6:25 pm
  • Updated:February 23, 2021 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবি ও ওয়েব সিরিজে রীতিমতো নতুন রূপে সকলকে চমকে দিচ্ছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। কুকি গুলাটি পরিচালিত ‘দ্য বিগ বুল’ (The Big Bull) বা অনুরাগ বাসুর ‘লুডো’য় (Ludo) ভিন্ন চরিত্রে ভিন্ন অবতারে অভিষেকের ফিল্মি কেরিয়ার গ্রাফ উঠতির দিকে। মুক্তির তালিকাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি। এবার তিনি হাত দিয়েছেন নতুন  ছবির শুটিংয়ে।

তুষার জলোটা পরিচালিত ছবি ‘দশবী’র শুটিং শুরু করেছেন অভিনেতা। সামনে এসেছে ছবিতে তাঁর চরিত্রের প্রথম ঝলক। কাঁচা-পাকা দাঁড়ি, চোখে সুরমা পরে গঙ্গারাম চৌধুরী ওরফে অভিষেককে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ‘দশবী’তে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে তাঁকে। 

Advertisement

ছবিতে দেখা গিয়েছে,  একটি মার্কশিটের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক। যেখানে প্রতিটি বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর অনেক কম। এই ছবির মাধ্যমেই কি অভিনেতা বোঝাতে চাইছেন, তিনি এখনও দশম শ্রেণির গণ্ডিই অতিক্রম করেননি?

অভিষেকের পরেই অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) নিজের লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পুলিশ অফিসার ‘জ্যোতি জয়সওয়ালে’র চরিত্রে দেখা যাবে তাঁকে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নিমরত কৌরকে। তাঁর চরিত্রের নাম ‘বিমলা দেবী’, যিনি একজন রাজনীতিবিদ। প্রতিটি চরিত্রের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yami Gautam (@yamigautam)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nimrat Kaur (@nimratofficial)

[আরও পড়ুন: পরিচালক অরিন্দম শীলের সঙ্গে ‘চায়ে পে চর্চা’ শঙ্কুদেব পণ্ডার, কথা ‘সোনার বাংলা’ নিয়ে]

‘দশবী’ ছাড়াও অভিষেক বচ্চন কিছুদিন আগেই শেষ করেছেন ‘বব বিশ্বাস’ ছবির শুটিং। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ছবিটির প্রযোজনার দায়িত্বে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘দ্য বিগ বুল’। অন্যদিকে, ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। সইফ আলি খান, অর্জুন কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছেন ছবির মুখ্য চরিত্রে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

 

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর ডাকা বৈঠকে ঋতুপর্ণা, আবীর, পাওলি-সহ বহু টলি তারকা, শুরু জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement