সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ গুঞ্জনকে বুড়ো আঙুল! এবার শত্তুরদের মুখে ছাই দিয়ে বড় ইঙ্গিত দিলেন অভিষেক (Abhishek Bachchan)। বিশেষভাবে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Bachchan) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেও শোনা গেল জুনিয়র বচ্চনকে। চতুর্দিকে তাঁদের বিয়ে ভাঙার খবরে যখন শোরগোল, কেন মেয়ে আরাধ্যার জন্মদিনে দেখা যায়নি তাঁকে? এহেন প্রশ্নে যখন চর্চার অন্ত নেই, তখনই মান-অভিমানের বরফ গলার বড় ইঙ্গিত দিলেন অভিষেক বচ্চন।
দ্য হিন্দু-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, “বাড়িতে আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমা করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বর্য রয়েছে আরাধ্যার সঙ্গে। আর সেইজন্য আমি ওঁর কাছে সত্যিই কৃতজ্ঞ।” সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে অর্জুন সেন নামে এক বাবার ভূমিকায়। আর সেই প্রেক্ষিতেই সন্তানদের জীবনে মায়েদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে ঐশ্বর্যকে মন থেকে ধন্যবাদ জানালেন জুনিয়র বচ্চন। অভিষেক বলেন, “সন্তানের জন্য প্রয়োজন হলে আপনি এক পায়েও পাহাড়ে উঠতে পারবেন। আসলে মায়েরা এমনই হয়। ওঁরা যা পারে করতে, কেউ সেটা পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা ভালো করে জানে না। এটা আসলে পুরুষদেরই দোষ।”
এরপরই অভিষেক বচ্চনের সংযোজন, “আমার মাকেও দেখেছি। আমাদের জন্য অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। মনে আছে, প্রতি রাতে আমরা ঘুমনোর পর আমাদের ঘরে দেখতেন। এত ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও আমার মনে পড়ে না কোনওদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠান বা বাস্কেটবলের ম্যাচ মিস করেছেন।”
গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে এবার বোধহয় বরফ গলেছে। তাই জনসমক্ষেই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন অভিষেক বচ্চন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.