Advertisement
Advertisement
Ghoomer Trailer

এক হাতেই ২২ গজের দুরন্ত ঘূর্ণি, গুরু-শিষ্যা হয়ে ‘ঘুমর’-এর ট্রেলারে চমক অভিষেক-সায়ামির

আসল চমক অবশ্য ট্রেলারের শেষভাগে।

Abhishek Bachchan-Saiyami Kher's impressive teamwork in Ghoomer Trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 4, 2023 6:09 pm
  • Updated:August 4, 2023 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হাতে কি দেশের হয়ে খেলা যায়? খেলা যায়। যদি গুরু আর শিষ্যার জেদ একজোট হয়ে বাধা-বিপত্তির বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে। এমন গল্পই নিয়ে আসছেন পরিচালক আর. বালকি। ছবিতে গুরু হয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। আর তাঁর শিষ্যা সায়ামি খের।

Ghoomer

Advertisement

‘চিনি কম’, ‘পা’-এর মতো সিনেমা দিয়ে পরিচালনা শুরু করলেও। মাঝে তেমন সাফল্য পাননি বালকি। তবে এর মাঝেই আবার ‘মিশন মঙ্গল’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন। ‘লাস্ট স্টোরিজ ২’-এর একটি গল্পও তাঁর পরিচালনায় তৈরি। এবার ‘ঘুমর’ সিনেমায় ক্রিকেটের সংগ্রামের গল্প বলেছেন পরিচালক। এ সংগ্রাম আনিনার (সায়ামি)।

[আরও পড়ুন: ‘পল পল দিলকে পাস’ থেকে ‘ড্রিমগার্ল’, গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা আয়ুষ্মান খুরানার]

প্রতিভাবান ক্রিকেটার আনিনা। আচমকা দুর্ঘটনায় নিজের ডান হাতটি হারায়। মানসিক অবসাদে আত্মহত্যা করতে চায় সে। সেখান থেকেই তাঁকে নতুন সংগ্রামের পথ দেখায় অভিষেক বচ্চন। কোচ হয়ে তাঁকে দেশের জন্য খেলার স্বপ্ন দেখায়। তাও আবার বাম হাতের ভেলকিতে। ছবিতে অভিষেক, সায়ামি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি, অঙ্গদ বেদী, নাসির খান, গুণীত সান্ধু। তবে আসল চমক ট্রেলারের শেষভাগে।

Ghoomer-2

সেই চমক হলেন অমিতাভ বচ্চন। হ্যাঁ, তিনিও রয়েছেন এ ছবিতে। সম্ভবত ক্যামিও চরিত্রে। বালকির সঙ্গে বেশ ভাল সম্পর্ক সিনিয়র-জুনিয়র বচ্চনের। এদিকে ছেলের অভিনয়ে মুগ্ধ অমিতাভ। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেই ট্রেলার শেয়ার করেছেন তিনি। স্বাধীনতা দিবসের ঠিক পরেই ১৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

[আরও পড়ুন: রাতারাতি পালটে গেল ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা! কাকে আনা হল রচনার বদলে?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement